দেশ 

আজ বিকেলে প্রকাশিত হচ্ছে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার ; কোন কোন বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারে কংগ্রেস জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 90
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ সপ্তদশ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে কংগ্রেস। এই ইস্তেহারে দলত্যাগ বিরোধী আইনকে আরও কঠিন করার প্রসঙ্গও থাকতে চলেছে বলে সূত্রের খবর। দলবদলের সঙ্গে সঙ্গে কোনও জনপ্রতিনিধির লোকসভা কিংবা বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যাবে। এমনই প্রস্তাব রাখতে চলেছে কংগ্রেস। এছাড়াও ন্যূনতম আয়ের গ্যারান্টিও রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। বিশেষ করে গরিব ও কৃষিজীবীদের জন্য এই প্রস্তাব রাখা হতে চলেছে।

দলত্যাগ বিরোধী আইন :  জোরদার করার প্রস্তাব সূত্রের খবর অনুযায়ী, বিধানসভার স্পিকারের হাতে দলবদলকারীদের অযোগ্য ঘোষণা করার দায়িত্ব রাখতে রাজি নয়। ইস্তেহারের খসড়ায় বিষয়টি উল্লেখ করেছিল কংগ্রেস। ডিসেম্বরে তেলেঙ্গানা বিধানসভায় নির্বাচনের পর থেকে ১৯ জন বিধায়কের মধ্যে ৯ জন ইতিমধ্যেই টিআরএস-এ গিয়েছেন। এছাড়াও ২০১৪ থেকে অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, তেলেঙ্গানা, কর্নাটক, গুজরাতে একের পর দলবদলের ধাক্কায় জেরবার কংগ্রেস। মূলত বিজেপির কাছে ক্ষমতা হারানোর পর থেকেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে। ১৯৮৫ সালে সংবিধানের ৫২ তম সংশোধনী এনে দলত্যাগ বিরোধী আইন আনা হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী।
আধা সামরিক বাহিনীর জওয়ানদের শহিদের মর্যাদা :  জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে মৃত কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানদের শহিদের মর্যাদা দেওয়ার বিষয়টি কংগ্রেসের ইস্তেহারে স্থান পেতে পারে।

Advertisement

ন্যুনতম আয়ের গ্যারান্টি  : গত সপ্তাহে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন বছরে ন্যূনতম ৭২ হাজার টাকার আয়ের গ্যারান্টির কথা। গরিব পরিবারগুলি এর ফলে উপকৃত হতে পারবে বলে মনে করছে কংগ্রেস।

কৃষি ঋণ মকুব : কৃষিঋণ মুকুবের উপর জোর দেওয়া হতে পারে । এছাড়া সবার জন্য স্বাস্থ্য, চাকরির সুযোগ তৈরি কথাও থাকতে পারে কংগ্রেসের ইস্তেহারে।

সমস্ত শূন্য সরকারি পদে পূরণ :  খসড়া ইস্তেহারে দলের তরফ থেকে বলা হয়েছিল ক্ষমতায় আসার ১২ মাসের মধ্যে সরকারি ক্ষেত্রে থাকা সব শূন্য পদ পূরণ করা হবে। দেশে বেকারত্বের সঙ্গে লড়াই করতেই এই উদ্যোগ বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল।


শেয়ার করুন
  • 90
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve + 16 =