দেশ 

বালাকোটে কতজন মারা গেছে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা , প্রশ্ন শুনেই মোদীর প্রতিক্রিয়া ‘বিরোধীরা সেনাকে বারবার অপমান করছে , দেশ সেনার পাশেই রয়েছে‘

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  বালাকোটে এয়ার স্ট্রইকে কত জন মারা গেছে তা নিয়ে তুলেছেন  কংগ্রেস দলের অন্যতম উপদেষ্টা  স্যাম পিত্রোদা। তিনি এক র্সবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই প্রশ্ন তুলেছেন । তিনি  বলেছেন, আটজন জঙ্গি এসে কিছু একটা করল। তার জন্য আপনি গোটা পাকিস্তানের ওপরে খড়্গহস্ত হতে পারেন না। কিছু লোক একটা ঘটনা ঘটাল বলে সেদেশের সকলকে দোষ দিতে পারেন না। এই প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার হামলা নিয়েও প্রশ্ন তুলেছেন পিত্রোদা।  এই সাক্ষাতকার প্রকাশ হওয়ার কিছুক্ষণ পরেই টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন । তিনি টুইটে লিখেছেন , কংগ্রেস সভাপতির বিশ্বাসী কংগ্রেসের হয়ে পাকিস্তানের হয়ে গুণ গাইছেন। সেটা করা হচ্ছে ভারতের সেনাকে খাটো করে দেখিয়ে।

মোদী বলেছেন, কংগ্রেস ও গান্ধী পরিবারের ঘনিষ্ঠ স্বীকার করেছেন যে কংগ্রেস সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যুত্তর দিতে পারেনি। এটা নতুন ভারত – আমরা জঙ্গিদের তাদের ভাষায় উত্তর দেব।

Advertisement

মোদী বলেছেন, বিরোধীরা সেনাকে বারবার অপমান করছে। আমি দেশের নাগরিকদের কাছে আবেদন করছি – বিরোধী নেতাদের এই নিয়ে প্রশ্ন করুন। জানিয়ে দিন, ১৩০ কোটি ভারতবাসী তাদের ক্ষমা করবে না। দেশ সেনার পাশেই রয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

2 × five =