আন্তর্জাতিক 

যৌন হয়রানির অভিযোগে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া স্থগিত রাখছে সুইডিশ একাডেমি

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব নিউজ ডেস্কঃ এ বছর সাহিত্যে অনন্য কীর্তির জন্য নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হবে না। যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে সমালোচনার মুখে পড়ে সুইডিশ একাডেমি আজ এই ঘোষণা করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষবার এই ধরনের ঘটনা ঘটেছিল। যৌন কেলেঙ্কারি এবং বিজয়ীদের নাম ফাঁস হয়ে  যাওয়ার সঙ্গে একাডেমির নাম জড়িয়ে পড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। তবে আকাডেমির তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে একসঙ্গে দুজন নোবেল প্রাপকের নাম ঘোষণা করা হবে।

একাডেমির এই সংকটের শিরোমণি ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্ট। সুইডিশ একাডেমি থেকে পদত্যাগ করা ছয় সদস্যের একজন কবি ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী তিনি। তাঁর বিরুদ্ধে, একাডেমির কর্মকর্তা ও তাঁদের আত্মীয় সহ মোট ১৮ জন মহিলা যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ তোলেন। অ্যারানাল্টের বিরুদ্ধে এই যৌন নিপীড়নের খবর প্রথম প্রকাশ করে সুইডেনের একটি সংবাদপত্র। এর মধ্যে গত কয়েকমাসে ৬ সদস্য একাডেমির পদ থেকে ইস্তফা দিয়েছেন। অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, নোবেল পুরস্কারের ঐতিহ্য যাতে কোনোরকম দাগ না লাগে সেজন্য এ বছর নোবেল পুরস্কার প্রাপকের নাম ঘোষণা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জাঁ ক্লোদ।

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − eight =