কলকাতা 

কেবল সংযোগের প্রদেয় অর্থ নিয়ে বিভ্রান্তি এড়াতে অপারেটর ও টিভি পরিষেবাদানকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  রাজ্য সরকার শহরে দর্শকদের মধ্যে কেবল সংযোগের জন্য প্রদেয় অর্থ নিয়ে বিভ্রান্তি এড়াতে কেবল সংস্থাদের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার ঠিক করা প্রতিটি চ্যানেলের জন্য চার্জ সম্বলিত তালিকা ও অন্যান্য প্রদেয় অর্থ বাংলা ও হিন্দিতে নিয়মিত টেলিভিশনে দেখানোর নির্দেশ দিয়েছে। কলকাতা পুরভবনে আজ পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেবল টিভি পরিষেবাদানকারী সংস্থা, এম এস ও, সম্প্রচারকদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বৈদ্যুতিন প্রশাসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রম মন্ত্রী মলয় ঘটক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, কেবল পরিষেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা তাদের ঊর্ধতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে কিভাবে টিভিতে দেখানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। আগামী দিনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রধান সচিব বিবেক কুমারের সঙ্গে কেবল সংস্থার শীর্ষ আধিকারিকরা বৈঠক করে কিভাবে টিভিতে তারা বিষয়টি দেখাবে তা জানাবেন। নির্ধারিত মূল্যের চেয়েও জি এস টির জন্য অধিক মূল্য দিতে হচ্ছে দর্শকদের অভিযোগের প্রেক্ষিতে মেয়র বলেন, ট্রাইয়ের নির্দেশিকায় অস্বচ্ছতার জন্যই সাধারণ মানুষের এই বিভ্রান্তি। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ক্ষেত্রে জি এস টি র হার কমিয়ে দিলেও , এক্ষেত্রে কেন এত জিএসটি  চার্জ করা হচ্ছে সেই নিয়েও মেয়র প্রশ্ন তোলেন।

Advertisement

এদিকে, শহরের কেবল সংস্থাগুলিকে হাজরা,আলিপুর, হরিশ মুখার্জী রোডের উপর অব্যবহৃত কেবল তারগুলিকে ৭ দিনের মধ্যে সরাতে বলা হয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen − 7 =