দেশ 

বিজেপির প্রভাবশালী কোন মন্ত্রীকে দলে এনে সরকার গড়তে চলেছে কংগ্রেস জানতে চান ? ক্লিক করুন ।

শেয়ার করুন
  • 123
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : লোকসভা নির্বাচনের আগেই কি গোয়ার দখল নিতে চলেছে কংগ্রেস ? এই প্রশ্ন এখন জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে । শোনা যাচ্ছে গোয়ার বিজেপি সরকারের এক প্রভাবশালী মন্ত্রী নাকি কংগ্রেসে যোগ দিতে চলেছেন । যে কোনওদিন মন্ত্রিত্বের পাঠ চুকিয়ে তিনি যোগ দিতে পারেন রাহুল গান্ধীর দলে।

লোকসভার মুখে এই দলবদলে বিজেপি বিপাকে পড়তে পারেন । গোয়ায় সম্প্রতি বিজেপির এক মন্ত্রীর সঙ্গে কংগ্রেসের সখ্যতা বেড়েছে। এমনিতেই গোয়ার ক্ষমতা পেন্ডুলামের মতো ঝুলছে। একবার বিজেপির দিকে পাল্লা ভারী তো একবার কংগ্রেসের দিকে। এই অবস্থায় বিজেপি শাসিত গোয়ায় মনোহর পার্রিকর সরকারকে বিপাকে ফেলতে পারেন তাঁর মন্ত্রিসভারই এক সদস্য।গোয়ার শিরোদা কেন্দ্র থেকে নির্বাচিত দুবারের বিধায়ক মহাদেব নায়েক। বর্তমানে তিনি পার্রিকর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর দলবদল লোকসভার মুখে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ ব্যাপারে স্পিকটি নট বিজেপির মন্ত্রী। তবে তিনি স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

Advertisement

গোয়া বিধানসভায় দীর্ঘদিন ধরেই টালমাটাল চলছে। গোয়ায় কংগ্রেস বৃহত্তম দল হলেও সরকার গড়তে সক্ষম হয়নি। সরকার গড়েছে বিজেপি। তারপর থেকেই ভাঙাভাঙির খেলা চলছে। তারপর মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের অসুস্থতা মন্ত্রিসভার কাজে বিঘ্ন ঘটাচ্ছে। তা নিয়েও নানা অভিযোগ রয়েছে বিরোধী কংগ্রেসের।

লোকসভা ভোটের আগে তাই বিজেপির এই মন্ত্রীকে  দলে বিজেপিকে চরম আঘাত দিতে চাইছেন খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী । আর এটা করতে পারলে গোয়াতে সরকার গড়তে কোনো অসুবিধা হবে না কংগ্রেসে । তাই আগামী লোকসভা নির্বাচনের আগেই গোয়াতে কংগ্রেস যদি সরকার গড়তে পারে তাহলে দেশজুড়ে কংগ্রেস কর্মীরা চাঙ্গা হয়ে উঠবে । অনেকটাই ব্যাকফুটে চলে যাবে বিজেপি ।

 


শেয়ার করুন
  • 123
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nine − one =