জেলা 

”বাংলায় দাঙ্গা করতে দেব না । দাঙ্গা লাগাতে দেব না , ভেদাভেদ করতে দেব না “ বিজেপি ও আরএসএসকে তীব্র ভাষায় আক্রমণ মমতার

শেয়ার করুন
  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলায় দাঙ্গা করতে দেব না । দাঙ্গা লাগাতে দেব না ভেদাভেদ করতে দেব না । শুক্রবার হুগলি জেলার তারকেশ্বরে মাটি উৎসবে উদ্বোধন করতে গিয়ে বিজেপি ও আরএসএসকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন ,হিন্দুত্বের নামে ঘৃণার রাজনীতি করছে একদল। রাজ্যে প্ররোচনা দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইন নিজের হাতে তুলে নেবেন না। পুলিশে অভিযোগ জানান। কোনও ঘটনা ঘটলে পুলিশকে জানান।

এদিন বিজেপি ও আরএসএসকে গেরুয়াধারীর কলঙ্ক বলে অভিহিত করেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা গেরুয়া না গরুয়া। গেরুয়াধারী তো তাঁরা, যাঁরা ত্যাগের জন্য গেরুয়া বসন পড়েছেন। তাঁরা রামকৃষ্ণ, বিবেকানন্দের হিন্দুধর্মকে মানেন। বিজেপি-আরএসএসের মতো ঘৃণ্য রাজনীতি করেন না।

Advertisement

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, ওঁরা গুজব রটিয়ে রাজ্যে উত্তাপ ছড়াচ্ছে। লন্ডভন্ডকারী দানবরা নিজেদের স্বার্থসিদ্ধি করতে রাজ্যে আগুন নিয়ে খেলছে। ওরা হল নির্বাচনী কোকিল। নির্বাচন এলেই রাজ্যে দাঙ্গা বাধিয়ে ভোটের সুবিধা নেওয়ার চেষ্টা করে। মমতার চ্যালেঞ্জ, আমি এই দাঙ্গার রাজনীতি রুখবই।


শেয়ার করুন
  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × one =