জেলা 

কেন্দ্রের সাহায্য ছাড়াই একাই রাজ্যবাসীকে পরিষেবা দিতে পারব , ওদের ভিক্ষা চাই না মোদী সরকারকে তোপ মমতার

শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  কেন্দ্র আমাদের প্রাপ্য টাকা দেয় না , তাই আমরা কেন্দ্রের ভিক্ষা চাই না, রাজ্য নিজের পায়ে দাঁড়িয়ে  কাজ করবে , উন্নয়ন করবে ।কেন্দ্র যখন আমাদের প্রাপ্য টাকা দেয় না, তখন ওটুকু ভিক্ষে লাগবে না। হুগলির তারকেশ্বরে মাটি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন রাজ্যবাসীকে একাই পরিষেবা দিতে পারবে রাজ্য সরকার। কষ্ট করে আমরা সব ব্যবস্থা করেছি।মমতা বলেন, কেন্দ্র আমাদের দেখাদেখি আয়ুষ্মান ভারত করেছে। অনেক আগেই আমরা স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছি। আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য পরিষেবা দিচ্ছি বিনা পয়সায়, তাহলে কেন কেন্দ্রের প্রকল্প আবার চালু করতে হবে কেন ?

Advertisement

আমাদের প্রকল্প বিশ্বসেরার মর্যাদা পেয়েছে ইতিমধ্যেই। ফের আর দুই প্রকল্প বিশ্বের সেরা পাঁচের মধ্যে রয়েছে। তিনি এদিনের মঞ্চ থেকে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন। মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

 


শেয়ার করুন
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

4 × 4 =