জেলা 

Siliguri: বৃষ্টি থামতেই শিলিগুড়ির জনজীবন স্বাভাবিক ছন্দে, তিস্তা, করোলার জল বাড়ছে আশঙ্কায় জলপাইগুড়ির বাসিন্দারা

বাংলার জনরব ডেস্ক : বৃষ্টির দাপটে গতকাল সোমবার উত্তরবঙ্গের শহর শিলিগুড়ি কার্যত জলের তলায় চলে যায় । আজ মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার ফলে জনজীবন স্বাভাবিক হয়েছে শিলিগুড়ির শহরের ।বেশিরভাগ এলাকা থেকেই জল নেমে গিয়েছে। পাশাপাশি আকাশও পরিচ্ছন্ন। একাধিক নদীর জলস্তরও স্বাভাবিক অবস্থায় রয়েছে। শিলিগুড়ি চেনা ছন্দে ফিরলেও, তিস্তা এবং করোলার জলস্তর আশঙ্কা বাড়িয়েছে জলপাইগুড়িতে। মঙ্গলবার ভোরে থেমে যায় বৃষ্টিও। তিস্তা, মহানন্দা-সহ নদীগুলিতে জলস্ফীতি থাকলেও তা বিপজ্জনক অবস্থায় নেই। অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পঙেও বৃষ্টি থেমেছে। পাহাড়ে কুয়াশা রয়েছে। সেইসঙ্গে রয়েছে মেঘও। তবে জলপাইগুড়িতে আশঙ্কা তৈরি হয়েছে তিস্তা এবং করোলাকে…

আরও পড়ুন