দেশ 

Rajasthan: রাজ্যসভার নির্বাচনে দলের প্রার্থীদের জেতাতে বিধায়কদের ‘রিসর্ট-বন্দি’ বন্দী করলো কংগ্রেস, অন্তর্ঘাত কি ঠেকাতে পারবে কংগ্রেস শিবির

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস বিধায়ক ভাঙিয়ে রাজ্যসভার ভোটে আসন বাড়াতে চাইছে বিজেপি।হরিয়ানা, কর্নাটক, মহারাষ্ট্রের পাশাপাশি পদ্ম-শিবিরের তরফে ‘বাড়তি প্রার্থী’ দেওয়া হয়েছে রাজস্থানেও। এই পরিস্থিতিতে বিধায়কদের ‘রিসর্ট-বন্দি’ রাখার কৌশল নিচ্ছে কংগ্রেস। মরুরাজ্যের দলীয় বিধায়কদের পাঠানো হচ্ছে উদয়পুরের একটি রিসর্টে। সম্প্রতি ওই রিসর্টেই দলের চিন্তন শিবির হয়েছিল। আগামী ১০ জুন রাজস্থানে ৪টি রাজ্যসভা আসনে ভোট হবে। পরিষদীয় পাটিগণিতের হিসেবে কংগ্রেসের দু’টি এবং বিজেপির একটিতে সরাসরি জেতার কথা। চতুর্থ আসনটিতে দ্বিতীয় পছন্দের ভোটে ফলাফল নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে রাজ্যে শেষ মুহূর্তে এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের মালিক সুভাষ চন্দ্রকে প্রার্থী করেছে বিজেপি। ওই…

আরও পড়ুন