দেশ 

এক মাসেই মোহভঙ্গ ! একি বললেন মহারাষ্ট্রের বিজেপি সভাপতি? শিন্ডে মন্ত্রিসভার পতন কী আসন্ন?

বাংলার জনরব ডেস্ক: সময়ের বিচারে এখনো পর্যন্ত একমাসও অতিক্রান্ত হয়নি মহারাষ্ট্রের নতুন মন্ত্রিসভার এরই মধ্যে বিজেপি অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছে।বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল বলেই দিলেন, ভারাক্রান্ত মনে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী পদে মেনেছেন তাঁরা। পাতিলের কথায়,”আমরা এমন একজন নেতাকে চাইছিলেন যিনি স্থায়ী সরকার তৈরির বার্তা দিতে পারেন। যে কারণে কেন্দ্রীয় নেতৃত্ব এবং দেবেন্দ্রজি (Devendra Fadanbis) শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই।” প্রশ্ন উঠছে হঠাত কেন চন্দ্রকান্ত পাতিল এমন কথা বলছেন। তাহলে কি শিণ্ডে সরকারের কাছে খুশি নয় বিজেপির রাজ্য নেতৃত্ব? মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের (Uddahv…

আরও পড়ুন