জোর কদমে চলছে হুগলির পুইনারে বিশ্ব ইজতেমার প্রস্তুতি
নৌশাদ মল্লিক: হুগলি জেলার ধনেখালি স্টেশন থেকে মাত্র ৮ কিলোমিটার এবং চুঁচুড়া স্টেশন থেকে ১৮ কিমি দূরে অবস্থিত পুইনানে পয়লা জানুয়ারি ২০২৬ থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাতের এই পবিত্র ইজতেমা পশ্চিমবাংলায় এর আগে ১৯৯২ সালে হাওড়া জেলার সাঁতরাগাছির অদূরে বাঁকরায় অনুষ্ঠিত হয়েছিল। সময়ের বিচারে প্রায় ৩৩ বছর পর পশ্চিমবাংলায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তবলীগ জামাত ইসলাম ধর্মের একটি প্রচারমূলক জামাত বলে বলা হয়ে থাকে। এরা মূলত নামাজ পড়ার জন্য বা নামাজে আগ্রহী করার জন্য মানুষকে মোটিভেট করে থাকে। এই জামাতের কাজ বিশ্বজুড়ে চলছে প্রতি বছর ভারতের কোন একটি রাজ্যে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশ্ব ইজতেমা হয়ে থাকে।
এ বছর এই বিশ্ব ইজতেমা হচ্ছে পশ্চিমবাংলার পুইনানে। এই উপলক্ষে প্রায় ৬ মাস ধরে প্রস্তুতি চলছে। পুইনান বাজারের সন্নিকটে কয়েকশো বিঘা এলাকায় এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে হুগলির পুইনানের বিশ্ব ইজতেমার আহবায়ক বা আমির এবং মূল ব্যবস্থাপক আলহাজ্ব কামরুল হুদা জানিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের এই আয়োজনকে সমর্থন করে করা হয়েছে এবং সবরকমভাবে সাহায্য করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্থানীয় বিধায়ক অসীমা পাত্র ও বিধায়ক তপন দাশগুপ্ত সব রকম ভাবে আমাদেরকে সাহায্য করে চলেছে প্রশাসন এবং সামাজিক সব ক্ষেত্রেই সরকারের সাহায্য আমরা পাচ্ছি। এরা সকলেই আমাদের প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন কাজকর্মের এবং প্রস্তুতির পর্বটাও তারা পর্যালোচনা করছেন এবং প্রশাসনকে সব রকম সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

তিনি আরো জানান দমকল মন্ত্রী সুজিত বসু এই এলাকা পরিদর্শন করেছেন এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাও তিনি পর্যালোচনা করে গেছেন। তিনি সভা স্থলে এসেছিলেন সব রকম পর্যালোচনা তিনি করেছেন। নিরাপত্তা ব্যবস্থা প্রশাসন দেখছেন বলে আলহাজ্ব কামরুল হুদা জানিয়েছেন। তিনি আরো জানেন আগামী দুসরা জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হবে চলবে পাঁচই জানুয়ারি পর্যন্ত। যদিও বিগত ছয় মাস ধরে এই এলাকায় তাবলীগ জামাতের সঙ্গে যুক্ত এবং বিভিন্ন মানুষ এখানে আসছেন প্রতিদিনই। তিনি আরো জানিয়েছেন এই তবলীগ জামাতে ৫০ থেকে ৬০ লক্ষ মানুষ যোগ দেবেন আমাদের দেশের তো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মী মানুষেরা এই সভাতে বা ইজতেমায় যোগ দেবেন।
বিশ্ব ইজতেমার অন্যতম সংগঠক আলহাজ্ব মোহাম্মদ আলী জানিয়েছেন এই ইজতেমায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন সরকার আমাদের কিছু কিছু সাহায্য করছেন সহযোগিতা করছেন। আমাদের মুসল্লিদের নিরাপত্তা তাদের আসা যাওয়ার পথে যদি কোন বাধা সৃষ্টি না হয় সেই বিষয়টি যদি প্রশাসন এবং সরকার দেখে সেটা উত্তম বলে তিনি মনে করেন। সব মিলিয়ে পুইনানের বিশ্ব ইজতেমা স্থলটি এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে যাচ্ছেন ধর্ম প্রাণ মানুষ সেখানে গিয়ে কেউ নামাজ পড়ছেন কেউ দোয়া করছেন বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছেন। কয়েকদিন আগে এই প্রতিনিধি নিজেও ঘটনাস্থলে গিয়েছিলেন দেখেছেন কি বড় আয়োজন করছেন হাজী কামরুল হুদা এবং আলহাজ্ব মোঃ আলীরা। এক কথায় বড় আয়োজন হুগলি জেলার মানুষ হিসাবে এটা আমাদের গর্বের বিষয় বলে আগামী দিনে চিহ্নিত হবে।

