জেলা 

এবিভিপি রাজ্য সম্মেলন, বাংলার বর্তমান পরিস্থিতিতে লাগাতার আন্দোলনে নামতে চলেছে এবিভিপি, ৫০ লক্ষ ছাত্রের কাছে পৌঁছবে বিদ্যার্থী পরিষদ

শেয়ার করুন

স্মৃতি সামন্ত, কলকাতা : নবনির্বাচিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্যজুড়ে ছাত্র সমাবেশের আন্দোলন অনুষ্ঠিত হতে চলেছে।

গত ১৮, ১৯ এবং ২০ শে ডিসেম্বর লালমাটির শহর বাঁকুড়ায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, দক্ষিণবঙ্গের ৪৩ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় সম্পাদক শ্রী কমলেশ সিং , রাষ্ট্রীয় সহ সংগঠন সম্পাদক শ্রী গোবিন্দ নায়েক মহাশয়। প্রদেশ সভাপতি এবং প্রদেশ সম্পাদক নির্বাচনের মাধ্যমে অধিবেশনের শুভারম্ভ হয়, যেখানে অধ্যাপক মনোরঞ্জন রায়, নবনির্বাচিত প্রান্ত সভাপতি রূপে দায়িত্বভার গ্রহণ করেন এবং প্রান্ত সম্পাদক রূপে নির্বাচিত হন নীলকন্ঠ ভট্টাচার্য । ১৯ শে ডিসেম্বর বাঁকুড়ার রাজপথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং শোভাযাত্রা শেষে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। ২০ শে ডিসেম্বর সম্মেলনের শেষ পর্বে এবিভিপি, দক্ষিণবঙ্গের নবনির্বাচিত প্রদেশ কার্যকারিণী ঘোষণা করা হয় এবং আগামী কর্মসূচী ঘোষণা করা হয়। বাংলার বর্তমান পরিস্থিতি সাপেক্ষে শিক্ষাক্ষেত্রের বেহাল দশা ফেরাতে, বাংলা শিক্ষাক্ষেত্রসহ সর্বত্র নারী সুরক্ষা সুনিশ্চিত করতে এবং বাংলায় গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এবিভিপি এই রাজ্য সম্মেলন থেকে তিনটি প্রস্তাব পাস করে। এবিভিপি এই রাজ্য সম্মেলন থেকে ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি পরিবহণের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বিনামূল্যে যাতায়াত এবং বেসরকারি গণ পরিবহণের জন্য অর্ধেক ভাড়ার দাবি জানিয়েছে।

Advertisement

একই সাথে রাজ্যে কর্মসংস্থান, নারী সুরক্ষা ও অনুপ্রবেশ কে সামনে রেখে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের আহবান করছে এবিভিপি। আগামী দিনে রাজ্যের ৫০ লক্ষ ছাত্র-ছাত্রীর কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে জনমত তৈরীর জন্য পৌঁছাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জানুয়ারি মাসে রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাস, সমস্ত বিশ্ববিদ্যালয় ও সমস্ত ব্লকে একইদিনে রাজ্য সরকারের বিরুদ্ধে বিদায়ঘণ্টা বাজিয়ে আন্দোলনে নামবে এবিভিপি। ফেব্রুয়ারি মাসে কলকাতার রাজপথে হাজার হাজার ছাত্রের উপস্থিতিতে বিশাল মহামিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ