কলকাতা 

৯ বছর পর বড়দিনে শহরের তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে, রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ২৫শে ডিসেম্বর আগের দিন রাতে দক্ষিণবঙ্গে ৯ বছর পর শীতলা তম দিন হিসাবে আত্মপ্রকাশ করল। কলকাতা শহরের তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো কমেছে জাঁকিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গজুড়ে। উত্তরে জাঁকিয়ে শীত।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৯ বছরে বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামল। ২০১৬ সালে শহরে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। এবার সেই তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। সঙ্গে কুয়াশাও রয়েছে। শুধু কলকাতা নয়, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। পুরুলিয়ায় তাপমাত্রা ৯.৮ ডিগ্রির ঘরে। তবে একটানা এই ঠান্ডা থাকবে না।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। তবে আগামীকাল থেকে রাজ্যে কুয়াশার দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, ডুয়ার্স, পশ্চিমের জেলা এবং উপকূলীয় জেলাগুলিতে দৃশ্যমানতা কমতে পারে বলে পূর্বাভাস। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভরপুর শীত। দার্জিলিঙের তাপমাত্রা ৩.২ ডিগ্রিতে নেমেছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্য জেলার তাপমাত্রাও নিচের দিকে। ফলে বড়দিনে উত্তর থেকে দক্ষিণে ভরপুর শীতের আমেজ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ