বেঙ্গল মডেলে গণিত দিবস উদযাপন
বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ অবিস্মরণীয় গণিতবিদ রামানুজন এঁর ১৩৮-তম জন্মবার্ষিকী স্মরণ করে জাতীয় গণিত দিবসকে সামনে রেখে দুই দিন ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গুনীজন সংবর্ধনা,কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী, শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মডেল প্রদর্শনী।
অনুষ্ঠানে সংবর্ধিত হন সন্মানীয় আই পি এস মেহেবুব রহমান, কলকাতা হাইকোর্টের সিনিয়র ইন্টারপ্রেটার রফিকুল ইসলাম, গিনেস বুক ওয়ার্ল্ড- এ স্থান পাওয়া খ্যাতনামা ফুটবলার নাজিমুল ইসলাম। অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ লোকের আলি, যদুরহাটি আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও খ্যাতনামা ক্যারাটে প্রশিক্ষক মুরাদ হোসেন, মধুমিয়া দপ্তরী প্রমুখ।
নার্সারি থেকে পঞ্চম শ্রেণির কৃতী ছাত্র-ছাত্রীরা গুনীজনদের হাত থেকে পায় যথাক্রমে কাজী সিনথিয়া, মারিয়ম চাঁদনি, ফারিয়া খাতুন, কাজী মোঃ মিনহাজ, সোনিয়া পারভীন, সেখ ইকবাল আলি, নৌসিন জামান, রিজুয়ান নাফিস, ইহান সাহাবী, সোহনা সুলতানা, রিদূয়ান মন্ডল, নুরুস সাদিয়া, রাশিয়া তাসনিম, সুরাইয়া তাসনি


