খেলা 

সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সুন্দরবন অঞ্চলের গ্রামীণ মানুষের উৎপাদিত দ্রব্যকে ডিজিটাল মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি)। ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (ডিপিআইআইটি)-এর এই উদ্যোগ দেশের ই-কমার্স পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা করেছে।

এই উদ্যোগের অংশ হিসেবেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার মানুষদের ই-কমার্সের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কুলতলির মিলনতীর্থ সোসাইটিতে অনুষ্ঠিত হল ওএনডিসি সংক্রান্ত এক সচেতনতা কর্মশালা।

Advertisement

দ্য স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড (এনএসআইসি)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় কুলতলি, নারায়নতলা ও বাসন্তি এলাকার শতাধিক উদ্যোগী মানুষ অংশগ্রহণ করেন।

কর্মশালায় ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে গ্রামের উৎপাদিত দ্রব্য অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরে দেশ-বিদেশের বাজারে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এনএসআইসি-র জোনাল জেনারেল ম্যানেজার ড. অনুপম গায়েন। তিনি বলেন, সুন্দরবন অঞ্চলে নানা প্রাকৃতিক প্রতিকূলতা থাকলেও তা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। এই পথে উদ্যোগীদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবে এনএসআইসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলনতীর্থ সোসাইটির কর্ণধার লোকমান মোল্লা। তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় কিছু ত্রুটি থাকার কারণে সুন্দরবনের প্রকৃত উদ্যোগীরা অনেক ক্ষেত্রেই ঋণ পাচ্ছেন না। সরকার ও ব্যাঙ্কগুলিকে এই বিষয়ে আরও সংবেদনশীল হতে হবে এবং প্রকৃত উদ্যোগীদের পাশে দাঁড়াতে হবে।

এনএসআইসি-র ডেপুটি জেনারেল ম্যানেজার অরুণাভ দাস জানান, এই ধরনের কর্মশালার মাধ্যমে সুন্দরবনের ঐতিহ্যবাহী কুটির ও কারুশিল্পকে অনলাইন বাণিজ্যের সঙ্গে যুক্ত করে স্থানীয় বাজারের গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ