প্রত্যাশা মত হুমায়ুনের নতুন দলের আত্মপ্রকাশ! দুই কেন্দ্র থেকে লড়বেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা!
পূর্বঘোষণা মতোই সোমবার নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন নিলম্বিত (সাসপেন্ড) হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। নতুন দলের নাম হতে চলেছে জনতা উন্নয়ন পার্টি। সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। হুমায়ুন জানান, বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙা— দুই কেন্দ্র থেকে লড়াই করবেন তিনি।
ভরতপুরের এই বিধায়ক আগেই জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল— কোনও শব্দ রাখতে চান না তিনি। তাঁর কারণ ব্যাখ্যা করে হুমায়ুন বলেন, “মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে।” একই সঙ্গে তিনি বলেছিলেন, “ দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল। আমজনতার উন্নয়নের কথা ভাববে।’’

দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে নির্দল হিসাবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসাবে টেবিলই তাঁর প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না-করলে বিকল্প হিসাবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না-হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি। দলের পতাকায় থাকবে তিন রং— হলুদ, সবুজ এবং সাদা।
হুমায়ুনের নতুন দল ঘিরে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে ছিল। আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার পর সেই জল্পনার অবসান ঘটলো বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এদিনের সভাতে জনসমাগম ছিল দেখার মত।

