কলকাতা 

“বিষয় ভিত্তিক পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের অনেক বেশি সুশৃঙ্খল নিয়মনিষ্ঠ হতে হবে,” শিশু দিবসে হোক এই আমাদের শপথ……..

শেয়ার করুন

অর্পণ বন্দ্যোপাধ্যায় : বর্তমান কালে শিক্ষা জগতের সঙ্গে যারা যুক্ত তারা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে যেরকম পড়াশোনার প্রতি মনোযোগ লক্ষ্য করা যাচ্ছে ঠিক তেমনি ভাবেই দেখা যাচ্ছে যে ছাত্র-ছাত্রীরা সুশৃংখল জীবন থেকে তারা ক্রমশই দূরে সরে যাচ্ছে যা শিক্ষক হিসেবে মনে করি যথেষ্ট ভাবনার বিষয়, সম্প্রতি বাংলাদেশের একটি ভিডিও শিক্ষা জগতে চাঞ্চল্য ফেলে দিয়েছে পরীক্ষার হলে দশম শ্রেণীর ছাত্রকে ‘নকল করা ‘থেকে বাধা দেওয়ায় সে শিক্ষকের চড় মেরে বসে এই ঘটনা নতুন নয় তবে এর পিছনে কারণ কিন্তু একাধিক বস্তুত বিদ্যালয়ে গুলি বর্তমানে ছাত্র-ছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি কোনোভাবেই মানসিক পরিবর্তন বা মনের বিকাশের ক্ষেত্রে সেরকম গুরুত্বপূর্ণ কোন পদক্ষেপ নিচ্ছে না যার কারণ ছাত্র-ছাত্রীরা ক্রমশ একগুয়ে ও জটিল মনের অধিকারী হয়ে উঠছে যা শিশুকাল থেকেই তাদের বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এছাড়া মোবাইল ফোনের ব্যবহার ছাত্র-ছাত্রীর বহির্জগৎ থেকে বিমুখ করে তুলছে।

মনোবিদেরা বলছেন আত্মকেন্দ্রিকতা থেকে তাদের বের করে রাখার একমাত্র উপায় শুধুমাত্র পড়াশোনার মধ্যে তাদের আবদ্ধ না রেখে ‘সামাজিক জীব’ হিসেবে তাদের দায়িত্ব ও এই মহাবিশ্বের সাথে তাদের আত্মিক যোগাযোগের বিষয়টি বারবার বিভিন্ন মাধ্যমে তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত।এ শিশু দিবসে’চরৈবেতি’ হোক আমার সন্তানসম ছাত্রছাত্রীদের একমাত্র শপথ তাহলে এই সভ্যতা নব রূপে ,সমস্ত কলঙ্ক দূরে সরিয়ে এক নতুন রূপে আত্মপ্রকাশ করবে বলে আমি মনে করি।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ