মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কৃতী ছাত্র মাহির হাসানের সাক্ষাৎকার : সেল্ফ-স্টাডি বাড়াও কনফিডেন্স বাড়বে, টেনশন ও ভীতি একদম থাকবে না
মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কৃতী ছাত্র মাহির হাসানের সাক্ষাৎকার

সেল্ফ-স্টাডি বাড়াও কনফিডেন্স বাড়বে, টেনশন ও ভীতি একদম থাকবে না
নিজস্ব প্রতিবেদন : আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে আজ বুধবার অনলাইনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল অনুসন্ধান সোসাইটি। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে ঠিক চার মাস বাকি এখন থেকে তাদের প্রস্তুতি কোন পথে হবে এটাই ছিল অনুষ্ঠানের মুখ্য বিষয় এই বিষয় নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছিল ২০২৩ সালে ৬৯১ পেয়ে মাধ্যমিকে রাজ্যের দ্বিতীয় হওয়া মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র মাহির হাসান। বিভিন্ন প্রশ্নের পরামর্শ দিতে গিয়ে মাহির বলে, প্রস্তুতি হল সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। যে যার মতো করে প্রস্তুত হবে। তবে অনুশীলনের কোনো বিকল্প নেই আর সেল্ফ-স্টাডি বাড়াতে হবে। দেখবে নিশ্চিত ফল পাবে। কারণ, বারবার পড়ার সঙ্গে লিখে অনুশীলন করলে লেখায় যেমন পারফেকশন আসে তেমন মনেও থেকে যায়। তবে মনে রাখতে হবে, বিশেষ করে বিজ্ঞানের বিষয় কিছুই মুখস্ত করা উচিত নয়, অংকের উপপাদ্য বা প্রয়োগ এর প্রস্তুতি সম্পর্কে তার পরিষ্কার মন্তব্য, জ্যামিতি সমস্ত বুঝে বুঝে বারবার করতে হবে তাহলেই প্রয়োগের উত্তর করা সম্ভব। প্রয়োগ নিয়ে অযথা চিন্তিত না হয়ে জ্যামিতির কনসেপ্ট ক্লিয়ার করার দিকে জোর দিতে বলে মাহির। রসায়ন সম্পর্কেও তার একই মত, বুঝে বারবার লিখে লিখে পড়াই হলো একমাত্র সমাধান। একবার বুঝে নিতে পারলে কিন্তু বিষয়টি আয়ত্তে এসে যায় এবং তখন কনফিডেন্স জন্মায়, অবধারিতভাবে টেনশন কমে যায়।
এদিনের অধিবেশনে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের বিভিন্ন প্রশ্ন–আমার সন্তান সকালে উঠতে পারছে না, রাত করে ঘুমোচ্ছে, বেশি ঘুমোচ্ছে, সামনে পরীক্ষা আসছে অথচ কোনো চিন্তা-ভাবনা নেই, চিন্তায় টেনশনে পড়াশোনা করতে পারছে না। এই ধরনের বিভিন্ন প্রশ্নের মনের মত করে উত্তর দেন বিশিষ্ট মনোবিদ সঞ্জিত সেনগুপ্ত। সন্তানের পাশে থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ দেন তিনি। বিশেষ করে এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত বকাবকি করা, নেগেটিভ কথা বলা, অন্য কারো সাথে তুলনা করা একদম ত্যাগ করতে হবে। সন্তানের উপর ভরসা করুন তাদের মধ্যে দায়িত্ববোধ জাগলেই দেখবেন ক্রমশ এগিয়ে যেতে সক্ষম হচ্ছে।

এ দিনের অনুষ্ঠানের প্রারম্ভিক এবং সমাপ্তি বক্তৃতা দেন বিশিষ্ট শিক্ষাবিদ বিজ্ঞানী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। তিনি বলেন জীবনের ব্যাপ্তি অনেক বিস্তৃত মাধ্যমিক তো কেবলই শুরু। শরীর মন স্বাস্থ্য ভালো রাখো, রাত জেগে পড়ার বিশেষ প্রয়োজন নেই। লক্ষ্য স্থির রেখে সততার সঙ্গে এগিয়ে চলো। নিজেকেই নিজের শিক্ষক ভাবো, দেখবে ভুল ত্রুটি নিজেই সংশোধন করে এগিয়ে চলেছো।
সংক্ষিপ্ত হলেও এদিনের অধিবেশনে খুবই সন্তুষ্ট অভিভাবকেরা। আগামী দিনে তাঁদের জন্য আরও এ ধরনের কর্ম-পরিকল্পনা আছে বলে এক বার্তায় জানিয়েছেন অনুসন্ধান সোসাইটির সভাপতি ডঃ দেবব্রত মুখোপাধ্যায়। সঞ্চালক শিক্ষক নায়ীমুল হক সে কথা ঘোষণা করেন।

