নয়া ওয়াকফ বিলের বিরুদ্ধে বড় আন্দোলনের প্রস্তুতি
বিশেষ প্রতিনিধি : ওয়াকফ আমেনমেন্ট বিল নামে কেন্দ্রের মোদি সরকারের কালা কানুন এর বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে বুধবার কলকাতার শেক্সপিয়ার সরণিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড, জামাতে ইসলামী হিন্দ, সংখ্যালঘু যুব ফেডারেশন, কলকাতা খেলাফত কমিটি সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, বিভিন্ন জেলায় নতুন ওয়াকফ বিলের সর্বনেশে ধারার বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে একটি করে কনভেনশন করা হবে। আর সে উপলক্ষেই শীঘ্রই কলকাতায় একটি প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হবে।
এদিনের সভায় মাওলানা আবু তালিব রহমানী, মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, সাদাব মাসুম, ডা. সারফারাজ ইকবাল, ইরফান শের, মহতারমা ওজমা আলম প্রমূখ উপস্থিত ছিলেন।