আমেরিকার বিদেশ সচিবকে ‘গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা’ পালনের কথা বললেন চিনের বিদেশ মন্ত্রী কেন? জানতে হলে ক্লিক করুন
বিশেষ প্রতিনিধি: গাজার নিরীহ নিরস্ত্র জনতার ওপর ইসরাইলের বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন চিনের বিদেশ মন্ত্রী! শনিবার ফিলিস্তিন এবং ইসরাইলের বর্তমান দ্বন্দ্ব যাতে আরব দুনিয়াই ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন টেলিফোনে চিনের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেন। সেই কথোপকথন চলাকালীন সময়ে চিনের বিদেশ মন্ত্রী ওয়াং উই বলেছেন,”আত্মরক্ষার নীতিকে ছাপিয়ে গিয়েছে ইজরায়েল (Israel)। গাজার আমজনতার উপর এই অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”
শনিবার ইজরায়েল ও গাজার মধ্যকার পরিস্থিতি নিয়ে আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের মধ্যে ফোনালাপ হয়। এই সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যের অন্য দেশেগুলোতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে চিনের সহায়তা চান ব্লিঙ্কেন। জবাবে ওয়াং ওয়াশিংটনকে এক্ষেত্রে “গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা” পালন করার আহ্বান জানান। এর পরেই ইজরায়েলের বিরুদ্ধে কড়া মন্তব্য করলেন ওয়াং। তাঁর দাবি, হামাসের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নিতে গিয়ে গাজার আমজনতার উপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। যা ইজরায়েলের ‘আত্মরক্ষা’র নীতিকে ছাপিয়ে গিয়েছে। যা দ্রুত বন্ধ হওয়া উচিত।

চিনের বিদেশমন্ত্রী শুক্রবার মন্তব্য করেছিলেন, ইজরায়েল-প্যালেস্টাইন শান্তি ফেরাতে একমাত্র পথ দ্বিপাক্ষিক সমাধান। আরও বলেন, দ্রুত এই বিষয়ে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করা উচিত।চিনের বিদেশ মন্ত্রীর এই মন্তব্যের

