তীব্র ভূমিকম্পে ফের কেঁপে উঠল আফগানিস্তানের হেরাট শহর
বাংলার জনরব ডেস্ক : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হেরাট শহর। রবিবার সকাল ৯ টা ৬ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়।এ কথা জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই হেরাটেই গত শনিবার তীব্র ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছে।
গত শনিবার পর পর বেশ কয়েকটি বড় মাপের ভূমিকম্পে আফগানিস্তানের হেরাটে অন্তত তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও দু’হাজার জন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। রিখটার স্কেলেও ধরা পড়েছে, মোট আটটি ‘আফটার শক’ বা ভূমিকম্প পরবর্তী কম্পন হয়েছে ওই এলাকায়। রিখটার স্কেলে ‘আফটার শক’গুলির কম্পন-মাত্রা ছিল ৪.৬ থেকে ৫.৫।
Advertisement


