উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির সময়সীমা বৃদ্ধি করল না সুপ্রিম কোর্ট!
বাংলার জনরব ডেস্ক : উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ তুলে ধরার জন্য শেষ সময়সীমা ৫ই ডিসেম্বর। সেই সময়সীমার বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড সহ বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল সেই আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়েছে, নথিভুক্ত করার সময় যদি কোনও প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তা হলে সেটা ওয়াকফ ট্রাইবু্যনালের কাছে জানানো যেতে পারে। সময়সীমা বৃদ্ধির আবেদনও করার সুযোগ থাকবে। ট্রাইবু্যনাল তা বিবেচনা করতে পারে।

ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করার সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে দেওয়া হোক! সুপ্রিম কোর্টে এমনই আবেদন করা হয়েছিল। কিন্তু সোমবার দেশের শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিল। সোমবারের শুনানিতে বেঞ্চ মামলাকারীদের উদ্দেশে বলে, ‘আপনারা ট্রাইবু্যনালের কাছে যান। নির্দিষ্ট মামলার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে। ওয়াকফ আইন আমরা নতুন করে লিখতে পারি না। আইনের প্রয়োগ হতে দিন। আমরা কেন হস্তক্ষেপ করব?’
ওয়াকফ সম্পত্তি সরকারি পোর্টালে নথিভুক্ত করার জন্য গত ৬ জুন একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশিকায় ‘উমিদ’ পোর্টালের কথা বলা হয়। নির্দেশিকায় বলা হয়, ভারত জুড়ে সব ওয়াকফ সম্পত্তির বিবরণ ছ’মাসের মধ্যে সংশ্লিষ্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে। নির্ধারিত সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৫ ডিসেম্বর। এই অবস্থায় আবেদনকারীদের আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করেছিলেন, ৬ মাসের সময়সীমা অনেক কম। অনেকেই এই বিষয়ে বিস্তারিত জানেন না ফলে সময় বাড়ানো হোক। তবে সে আবেদন খারিজ করল আদালত।

