জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ মা-সমাবেশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬৮-তম জন্মদিনকে সামনে রেখে উত্তর 24 পরগনার বেড়াচাপায় বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট রবিবার এক মা-সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে অংশগ্রহণকারী মায়েরা তাঁদের শখ, সাধ ও স্বপ্ন নিয়ে মনের কথা বলেন। তুলে ধরেন তাঁদের সন্তানদের বিভিন্ন আগ্রহ ও কৌতূহলের কথাও। সন্তান গঠনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন তাঁরা, সে কথাও জানান উপস্থিত মায়েরা। তাহেরুননেসা, কুলসুম খাতুন, রুমা খাতুন, পাপিয়া খাতুন, উম্মে হাবিবা খাতুন ও তানজিম আক্তাররা বিভিন্ন প্রশ্নও রাখেন সম্মানীয় অতিথিদের সামনে। সেই সমস্ত প্রশ্ন নিয়ে নিজেদের অভিজ্ঞতার আলোকে আকর্ষণীয় আলাপচারিতায় অংশ নেন বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম গাজী, আসাদুজ্জামান মন্ডল, আঞ্জুমান বানু, তাহমিনা খাতুন, মুবীর হাসান প্রমূখ।

এদিন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ছেলেবেলা ও তাঁর মায়ের ভূমিকার কথা তুলে ধরেন শিক্ষক নায়ীমুল হক। বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এর পক্ষ থেকে সম্পাদক শেখ আহসান আলী অতিথি সহ প্রত্যেক অংশগ্রহণকারীদের এই মা-সমাবেশে উপস্থিত হয়ে প্রত্যক্ষভাবে অংশ নেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সমাবেশে আলোচনা সহ বিভিন্ন কার্যক্রম সঞ্চালনার দায়িত্বে ছিলেন নাফিসা ইসমাত।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ