শ্রীশ্রী গীতা জয়ন্তী উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরে আধ্যাত্মিক মহোৎসব
বিশেষ প্রতিনিধি : মন্মথপুর প্রণব মন্দিরে শ্রীশ্রী গীতা জয়ন্তী উপলক্ষে পালিত হল এক অনন্য আধ্যাত্মিক অনুষ্ঠান। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষ এবং শ্রীশ্রী গীতার ৫১৬২তম শুভক্ষণকে কেন্দ্র করে সোমবার দিনভর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নানা ধর্মীয় ও মানবিক কর্মসূচি।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ১৩০ জন মায়েদের দ্বারা ১৩০টি তুলসী মায়ের পূজা। পাশাপাশি অনুষ্ঠিত হয় সপ্তপ্রদীপ প্রজ্জ্বলন, ২১ জন বৈষ্ণবকে সেবাদান এবং এলাকার এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গীতা ও আশীর্বাদী সাতটি করে পেন প্রদান।

দিনের শেষে ‘সঙ্ঘগীতা পাঠ’ এবং গীতার কর্মযোগ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মন্দির প্রাঙ্গণে সমবেত মা ও ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গীতা আরতি ও গুরু পূজারতি।
অনুষ্ঠানে ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বামী পবিত্রাত্মানন্দ ও স্বামী নীলাচলানন্দ। স্থানীয় ভক্ত ও বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও মহিমান্বিত হয়ে ওঠে।

