দুই বাংলার বিস্তীর্ণ এলাকা ভূমিকম্পে কেঁপে উঠলো!
বাংলাদেশের ঢাকা শহরসহ কলকাতার বিস্তীর্ণ এলাকায় শুক্রবার সকালে আচমকা ভূমিকম্প হয়। এই কম্পন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও পাওয়া গেছে বলে জানা গেছে। পশ্চিমবাংলায় কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশের ঘোরাশাল বলে মনে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে এই তথ্য জানা যায়নি।
বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদেও অনুভূত হয়েছে মৃদু কম্পন। সকাল ১০টা ৮ মিনিট নাগাদ কম্পন শুরু হয়। বেশ কয়েক সেকেন্ড তা চলেছে। ঘরের মধ্যে পাখা, চেয়ার, টেবিল দুলতে দেখা গিয়েছে। আতঙ্কে অনেকে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।
Advertisement


