ওয়াকফ বিষয়ক জটিলতা নিরসনে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি পেশ
বিশেষ প্রতিনিধি : আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার কলকাতায় পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের মাননীয় চেয়ারম্যান বিচারপতি শহিদুল্লাহ মুন্সির নিকট উমিদ পোর্টাল রেজিস্ট্রেশন, ওয়াকফ সম্পত্তির ভুল খতিয়ান সংশোধন এবং মুর্শিদাবাদের ঐতিহাসিক কারবালা ওয়াকফের জটিলতা নিরসন সংক্রান্ত এক বিস্তারিত স্মারকলিপি পেশ করা হয়।
বিভিন্ন মুসলিম ও সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা জানান যে,উমিদ পোর্টালে নথি আপলোড করতে বহু মুতওয়াল্লি কারিগরি সমস্যার সম্মুখীন হচ্ছেন,বিভিন্ন জেলায় উল্লেখযোগ্য পরিমাণ ওয়াকফ জমি ভুলবশত ‘১ নম্বর খতিয়ান’-এ চলে গেছে, এবং মুর্শিদাবাদের কারবালা ওয়াকফ সম্পত্তির একটা অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় জেলা পরিষদ জবরদখল করে রেখেছে।

স্মারকলিপিতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দাবিগুলি উত্থাপন করা হয়—
১. উমিদ পোর্টাল: জেলা-ভিত্তিক টেকনিক্যাল হেল্পডেস্ক ও বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প চালু করা।
২. ভুল খতিয়ান সংশোধন করে ১ নম্বর খতিয়ান’-এ চলে যাওয়া ওয়াকফ সম্পত্তির অবিলম্বে পুরাতন খতিয়ানে ফিরিয়ে আনতে হবে।
৩. কারবালা ওয়াকফ: সমস্ত সম্পত্তি দখলমুক্ত করা, ভাড়া বাড়ির দায়িত্ব জেলা পরিষদ থেকে ফেরত এনে ওয়াকফ বোর্ড ও মুতওয়াল্লিদের অধীনে প্রদান, এবং পূর্বের খতিয়ান ও সীমানা পুনঃনির্ধারণ করে সুশাসন প্রতিষ্ঠা।
এই সময় উপস্থিত ছিলেন—সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান, ঐকতান মিল্লি ইত্তেহাদ মজলিসের সভাপতি মাওলানা আমিনুল আম্বিয়া, জামিয়েতুল আইম্মা অল উলামার সম্পাদক
হাফেজ সিদ্দিকুল্লা শেখ, সারওয়ার হাসান, সালাউদ্দিন আহমেদ, গোলাম রহমান, হাজী নুরুল হাসানপ্রমুখ নেতৃবৃন্দ।ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি শহিদুল্লাহ মুন্সি স্মারকলিপিতে উত্থাপিত সমস্যাগুলিকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

