জামাতে ইসলামী হিন্দের উদ্যোগে দশদিন ব্যাপি প্রতিবেশীর অধিকার প্রচার অভিযান
বিশেষ প্রতিনিধি : প্রতিবেশীদের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালন করার কথা ইসলামে সবচেয়ে বেশি করে প্রচার করা হয়েছে এবং গুরুত্ব দেয়া হয়েছে। কিন্তু ২১ শতকে এসে সেই দায়িত্ব থেকে অনেকে সরে যাচ্ছে। প্রতিবেশী মানে শুধু মুসলমান বা হিন্দু নয় প্রতিবেশী মানে যে আপনার বাড়ির কাছে থাকে সেই প্রতিবেশী। সুতরাং প্রতিবেশীদের প্রতি দায়িত্ব কর্তব্য থাকাটা প্রতিটা নাগরিকের মূল্যবোধের অংশ। এবার সেই কাজটি করার উদ্যোগ নিয়েছে জামাত ই ইসলামী হিন্দ। একুশে নভেম্বর থেকে শুরু হবে এই প্রতিবেশীর অধিকার প্রচার অভিযান চলবে ত্রিশে নভেম্বর পর্যন্ত। দেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয় সমাজ ও নাগরিকদের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয় শান্তি সহবাস্তান বজায় থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিবেশীদের অধিকার নিয়ে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় প্রচারে যাবেন ইসলামি হিন্দের কর্মীরা।
২০ নভেম্বর বৃহস্পতিবার কলকাতার প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে জামাতে ইসলামী হিন্দের আমিরে হালকা পশ্চিমবঙ্গ ডাক্তার মশিউর রহমান বলেন, ভালো প্রতিবেশী সুলভ সম্পর্কে ভিত্তিতেই গড়ে ওঠার সমাজ প্রকৃত আদর্শ সমাজ হতে পারে যখন প্রতিবেশীরা পরস্পরের প্রতি দয়া ক্ষমাশীলতা এবং ন্যায় বিচার প্রদর্শন করে তখন এর ইতিবাচক প্রভাব পুরো সমাজের ছড়িয়ে পড়ে আমরা আশা করি এই প্রচার অভিযান শুধু প্রতিবেশীদের মধ্যে বিরোধ মেটাতেই সাহায্য করবে না বরং ইসলামের সহানুভূতির ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধকে আরো শক্তভাবে তুলে ধরবে।

তিনি আরো বলেন, ইসলাম প্রতিবেশীর অধিকারের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে যা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি কুরআন মুসলিমদেরকে কেবল প্রতিবেশীর প্রতি নয় বরং যারা যাত্রা পথে সহকর্মী হিসাবে বা পথচারী হিসাবে ক্ষনিকের জন্য অস্থায়ী প্রতিবেশী হন। তাদের প্রতিও সদয় ও ভদ্র আচরণ করতে নির্দেশ দেয়। এই প্রচারের মাধ্যমে আমরা মুসলিম সমাজকে এসব গুরুত্বপূর্ণ শিক্ষার কথা স্মরণ করিয়ে দিতে চাই এবং আদর্শ প্রতিবেশী হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে চাই। যাতে সার্বিকভাবে সমাজের সামনে ইসলামের প্রকৃত মানসিকতা প্রতিফলিত হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী হিন্দের মিডিয়া সেক্রেটারি মুস্তাফিজুর রহমান,শিক্ষক মাওলানা তাহেরুল হক প্রমুখ।

