কলকাতা 

বৃহস্পতিবার সকালে ফের হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে থমকে গেল মেট্রো

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বৃহস্পতিবার সকালে ফের একবার হাওড়া ময়দান-সেক্টর ফাইভ (গ্রিন লাইন) রুটে থমকে গেল মেট্রো পরিষেবা। ব্যস্ত সময়ে প্রায় ঘণ্টাখানেক ধরে হাওড়া ময়দান থেকে এসপ্ল‍্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাঙাপথে চলল মেট্রো। যার জেরে ভোগান্তিতে পড়তে হল অফিসযাত্রীদের।

বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ আচমকা সমস্যা দেখা দেয় গ্রিন লাইনে। শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এর পর প্রায় ১১টা পর্যন্ত হাওড়া ময়দান থেকে এসপ্ল‍্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ভাঙাপথে মেট্রো চলে। তবে মেট্রোর দাবি, বেলা ১১টা ৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে। আপাতত সম্পূর্ণ পথেই পরিষেবা পাওয়া যাচ্ছে।

Advertisement

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে গ্রিন লাইনে যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবার সাময়িক ব্যাঘাত ঘটে। বাধ্য হয়ে ভাঙাপথে মেট্রো চালাতে হয় গ্রিন লাইনে। এ জন্য মেট্রো কর্তৃপক্ষ দুঃখপ্রকাশও করেছেন। তবে দিনের ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা।

প্রসঙ্গত, মাসখানেক ধরে কলকাতা মেট্রোয় একের পর এক গোলযোগ লেগেই আছে! দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম (ব্লু লাইন) রুটে প্রায়ই কোনও না কোনও সমস্যা দেখা দিচ্ছে। তবে এত দিন ইস্ট-ওয়েস্ট (গ্রিন লাইন) এবং নোয়াপাড়া-বিমানবন্দর (ইয়েলো লাইন) রুটে মেট্রোর পরিষেবা নিয়ে যাত্রীদের তেমন অভিযোগ ছিল না। যদিও সেই ‘রেকর্ড’ ভেঙেছে বুধবারই! বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ যান্ত্রিক গোলযোগের কারণে গ্রিন লাইনের পুরো পথে মেট্রোর চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ভাঙাপথে মেট্রো পরিষেবা চালু হয়। দুপুর ১টার পর পুরো পথে স্বাভাবিক হয় পরিষেবা। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মেট্রো-বিভ্রাট দেখা দিল গ্রিন লাইনে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ