এসএসকেএমের চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন জেলায় চেম্বার, শেষে পুলিশের জালে জালি চিকিৎসা
বিশেষ প্রতিনিধি : রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এসএসকেএম এর বিশেষজ্ঞ চিকিৎসক বলে পরিচয় দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চেম্বার খুলে চিকিৎসা করছিলেন ভুয়ো এই চিকিৎসক। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গ্রেফতার করা হয় ওই ভুয়ো চিকিৎসককে। ধৃতের আসল নাম অনুপম বোস। আদতে হাতুড়ে চিকিৎসক , অথচ কলকাতার এস এস কে এম হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তিনি এলাকায় জমিয়ে চেম্বার করছিলেন।
একটি ওষুধের দোকানে চেম্বার করে চিকিৎসা করতেন এই ভুয়ো ডাক্তার। জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে এক বন্ধু মারফত আসল চিকিৎসক ইন্দ্রনীল বোস খবর পান । জানতে পারেন, তাঁর নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অন্য এক ব্যক্তি আমতায় ডাক্তারি করছে। তিনি বিষয়টি সত্য কিনা জানার জন্য আমতায় ঘুরে যান। আমতা ভবানীপুর থানা এলাকায় ওই হাতুড়ে চিকিৎসক সত্যি এসএসকেএম এর সব ইন্দ্রনীল বোস এর নাম ভাঙিয়ে চিকিৎসা করছেন।এরপর গত ১৩ জানুয়ারি ভবানীপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক।
এরপরই তদন্ত নামে ভবানীপুর থানার পুলিশ । হাওড়া জেলা গ্রামীণ পুলিশকে যোগাযোগ করা হয়। বুধবার চন্দ্রপুর ফাঁড়ির এক তদন্তকারী আধিকারিক রোগী সেজে বসিরহাটে ভুয়ো চিকিৎসকের চেম্বারে নাম লেখান। পরে ওই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করা হয়। জানা যায় ওই ভুয়ো চিকিৎসকের আসল নাম অনুপম বোস। তাঁর বাড়ি কোচবিহারে। পেশায় হাতুড়ে চিকিৎসক হলেও এসএসকেএম হাসপাতালে চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে একাধিক জায়গায় চিকিৎসা করতেন। পুলিশি জেরায় সে তার অপরাধ স্বীকারও করেছো বলে খবর। তার বিরুদ্ধে প্রতারণার মামলা শুরু করেছে পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার উলুবাড়িয়া আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।