কলকাতা 

বৃহস্পতিবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো হাওয়া অফিস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বুধবার বিকেল থেকে সারারাত ধরে বৃষ্টি হওয়ার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য স্বস্তি ফিরেছে। প্রচন্ড গরমে নাজেহাল হয়ে পড়েছিল সাধারণ মানুষ সেখান থেকে খানিকটা স্বস্তি পেল। আর এই স্বস্তি যে আরো কয়েকদিন থাকবে সেটা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা। কোথাও কোথাও বেশ দুর্যোগের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

বৃহস্পতিবারও সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে। বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। সেই তুলনায় বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২২.৪ ডিগ্রি, যা বুধবারের চেয়ে ৫ ডিগ্রি কম! বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি। বৃহস্পতিবারও শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশেই থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর।

Advertisement

আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ও বইবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ