আন্তর্জাতিক 

আমেরিকায় খুন ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আমেরিকায় গুলি চালিয়ে খুন করা হল ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইহুদি সংগ্রহশালায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ওই দু’জন। সেখান থেকে বেরোনোর সময় দু’জনকে খুব কাছ থেকে গুলি করেন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। এই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নিন্দা করেছে ইসরায়েল।

নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সমাজমাধ্যমে তিনি লেখেন, “এই ভয়াবহ হত্যাকাণ্ড অবশ্যই ইহুদিবিদ্বেষ। এটা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। আমেরিকায় হিংসা এবং বিদ্বেষের কোনও স্থান নেই। মৃতদের পরিবারকে সমবেদনা।”

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কর্মীদের মধ্যে এক জন মহিলা, অপর জন পুরুষ। তাঁরা উত্তর-পশ্চিম ওয়াশিংটন ডিসির থার্ড অ্যান্ড এফ স্ট্রিটের কাছে ছিলেন। সেখানেই তাঁদের গুলি করে হত্যা করা হয়। যেখানে এই হত্যাকাণ্ডটি হয়, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে আমেরিকার গোয়েন্দা দফতর এফবিআই-এর ফিল্ড অফিস। রয়েছে মার্কিন অ্যাটর্নির দফতরও। এমন গুরুত্বপূর্ণ এলাকায় এই জোড়়া হত্যাকাণ্ডকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে।

আমেরিকার হোমল্যান্ড সিকিয়োরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম সমাজমাধ্যমে প্রথম এই ঘটনার কথা জানান। এফবিআই প্রধান কাশ পটেল জানিয়েছেন, তিনি এই ঘটনা সম্পর্কে অবহিত রয়েছেন। মেট্রোপলিটন পুলিশ বিভাগের সঙ্গে তাঁর দফতর যোগাযোগ রেখে চলছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ