কলকাতা 

৭ই মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আগামী ৭ই মে বুধবার প্রকাশিত হবে এই ফল। সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবনে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে। দুপুর দু’টো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে পরীক্ষার্থী এবং অভিভাবকরা।

হাতে রেজাল্ট মিলবে ৮ মে। সকাল দশটা থেকে রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে স্কুলগুলির প্রধান শিক্ষক বা শিক্ষিকার হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। তারপর নিজ নিজ স্কুল থেক সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। ttps://result.wb.gov.in এবং https://result.digilocker.wb.in-সহ মোট ১৬টি ওয়েবসাইট থেকে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। https://www.sangbadpratidin.in এ লগইন করে নিজের রোল নম্বর এবং জন্মের তারিখ দিলেই পরীক্ষার ফল জানা যাবে।

Advertisement

৩ মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। টোকাটুকি, প্রশ্ন ফাঁস এবং ডিজিটাল নকল আটকাতে কড়াকড়ি ছিল নিরাপত্তায়। উল্লেখ্য, এবার পরীক্ষায় বসছে ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশ কিছুটা কম। গত বছর পরীক্ষায় দিয়েছিল ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। ২ লক্ষেরও বেশি পড়ুয়া কমেছে। তবে এবারও ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশিই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ