কলকাতা 

শুভেন্দুর সভা চেয়ে হাইকোর্টে মামলা, মামলাকারীর দাবি ওকালতনামায় তিনি সই করেননি, তদন্তের নির্দেশ আদালতের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন সেই দিন কাঁথিতে হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ওই সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যেহেতু ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রীর সভা রয়েছে দিঘাতে, তাই ঐদিন কাঁথিতে সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি দেওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন।

কিন্তু ওই মামলার ওকালতনামায় যিনি সই করেছেন বলে বলা হচ্ছে তিনি আজ বলেছেন যে ওটাই আমি সই করিনি। মামলাকারীর এ হেন দাবির পর শুক্রবার কলকাতা হাই কোর্ট তাঁর সই পরীক্ষা করানোর জন্য দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়েছে।

Advertisement

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন পূর্ব মেদিনীপুর জেলারই কাঁথিতে সম্মেলনের আয়োজন করেছিল হিন্দুত্ববাদী একটি সংগঠন। ওই সম্মেলনে বক্তব্য রাখার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু পুলিশের তরফে ওই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটির তরফে পাঁচ জন কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। ওই পাঁচ জনের এক জন হলেন রামেশ্বর বেরা।

মামলাটি শুনানির জন্য আদালতে উঠলে রামেশ্বর জানান, তিনি কোনও মামলা করেননি। মামলার ওকালতনামায় তিনি সই করেননি বলেও দাবি করেন রামেশ্বর। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, তবে ওকালতনামায় থাকা সইটি কার? রামেশ্বর অভিযোগ করেন যে, তাঁর হয়ে অন্য কেউ সই করে দিয়েছে।

এই পরিস্থিতিতে বিচারপতি ঘোষের এজলাসে বিজেপির আইনজীবী জানান, রামেশ্বরই ওকালতনামায় সই করেছিলেন। কোনও চাপের মুখে পড়ে তিনি মত বদলেছেন বলে দাবি করেন বিজেপির আইনজীবী। এর নেপথ্যে কোনও অভিসন্ধি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হাই কোর্টকে তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানান ওই আইনজীবী।

শুক্রবার বিচারপতি ঘোষ সইটি রামেশ্বরেরই কি না, তা খতিয়ে দেখতে ওকালতনামাটি দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠান। বিচারপতি জানান, ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পরেই তদন্তের বিষয়টি বিবেচনা করে দেখবে আদালত।

প্রসঙ্গত, আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি জগন্নাথধামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একই দিনে কাঁথিতে একটি হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে সনাতনী সম্মেলনে যোগ দেবেন বিরোধী দলনেতা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ