জেলা 

বৈদ্যবাটিতে ঈদ মিলন উৎসব

শেয়ার করুন

আজ সোমবার ৩১শে মার্চ হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ালেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি তথা ফুরফুরা শরীফের ভূমিপুত্র হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। নামাজ বাদ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায় মসজিদ কমিটির সম্পাদক সায়েম আলি।নামাজ বাদ দেশ বাসীর জন্য মঙ্গল কামনা করা হয় ও ফিলিস্তিনবাসীর জন্য শান্তি কামনা করেন।

এবং ঐদিন ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয় নিকটবর্তী ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গনে। উপস্থিত হন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো মহাশয়,চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন মহাশয়,বাইশ নাম্বার কাউন্সিলর সতরুপা চক্রবর্তী,চাপদানি ফায়ার ব্রিগেড এর সাব অফিসার কৌশিক কিশোর রায়, ফরোয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় , আরো অনেকে। শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ সুমন্ত দে। ইনচার্জ মহাশয় ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পশ্চিমবঙ্গের মাটিতে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করুক এটাই চাই একটা শ্রেনি মানুষ দাঙ্গা লাগাবার জন্য তৈরী হয়ে আছে,তাতে আমাদের মাথা গরম করলে হবে না।

Advertisement

আ. বা. মা.- র সভাপতি আবু আফজাল জিন্না বলেন প্রশাসনকে আরো সক্রিয় থাকতে হবে। যেনতেন প্রকারনে অশান্তি লাগাবার জন্য ধর্ম খেলা খেলছে একশ্রেণির মানুষ। সমগ্র অনুষ্ঠানটা কে তদারকি করেন ভাই ভাই সংঘ ক্লাবের সভাপতি মোহাম্মদ রাজ।মহাল্লার ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ