কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

জীবনানন্দ সভাঘরে ‘চোখ’ পত্রিকার বঙ্গবন্ধু স্মরণ 

শেয়ার করুন

সেখ আব্দুল মান্নান, বাংলার জনরব : বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে গত ১৭ই‌ মার্চ ২০২৫ দুই বাংলার মেলা বন্ধনের সেতু ‘চোখ’ সাহিত্য পত্রিকা একটি ভাবগম্ভীর অনুষ্ঠানের আয়োজন করে কলকাতা রবীন্দ্র সদন প্রাঙ্গণে ‘জীবনানন্দ সভাঘরে’। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাহিত্য সংস্কৃতি জগতের কয়েকজন খ্যাতনামা ব্যক্তির উপস্থিতিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমান সম্পর্কে আলোচনা, সংগীত, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গুণীজন সংবর্ধনায় মুখর হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সাহিত্যিক গীতিকার সুরকার জয়ন্ত রসিক রচিত সুরারোপিত এবং ইদানীং নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশিত সংগীত দিয়ে শুভ সূচনা হওয়া অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, দৈনিক সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য ও বিশিষ্ট প্রাণী বিশেষজ্ঞ তাপস অধিকারী।

এদিন চোখ সাহিত্য সম্মানে সংবর্ধিত হন বরেন্য সাহিত্যিক শেখর বসু, অন্নদা শংকর স্মারকে ভূষিত হন যশস্বী ছড়াকার হাননান আহসান, বিদ্যাসাগর স্মারক প্রদান করা হয় সমাজ সেবক ব্রিজেশ সিং কে, সন্ধ্যা মুখোপাধ্যায় স্মারকে সম্মানিত হন বিশিষ্ট সংগীত শিল্পী মাধবী মজুমদার এবং শামসুর রহমান স্মারকে সম্মানিত হন কবি গোবিন্দ পান্তি ।

Advertisement

অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ এবং উদ্দেশ্য ব্যাখ্যা করেন অনুষ্ঠানের আয়োজক তথা ‘চোখ’ সাহিত্য পত্রিকার সম্পাদক মানিক দে।

প্রাঞ্জল আলোচনা এবং শিল্পী মাধবী মজুমদারের সুকন্ঠে পরিবেশিত সংগীতের পাশাপাশি এদিন অনুষ্ঠানে এক ঝাঁক কবির স্বরচিত কবিতা পাঠ উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। কবিতা পাঠ করেন কবি অমল কর, তাপস অধিকারী, জয়ন্ত রসিক, সবিতা বেগম, জয়ন্ত মন্ডল, আরতি দে, লহরী বড়াল চক্রবর্তী, অমিত কাশ্যপ, রথীন কর প্রমুখ।

আবৃত্তি পরিবেশন করেন পূজন ঘোষ, মিন্টু রায় চৌধুরী ও দীপাঞ্জন দেবনাথ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি অমর কর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ