কলকাতা 

হাই প্রেসারে আক্রান্ত যাদবপুরের উপাচার্য, ভর্তি করা হলো বেসরকারি হাসপাতালে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : যাদবপুরের শিক্ষার্থীরা দাবি করেছিলেন বুধবার বিকেল চারটের মধ্যে উপাচার্য ভাস্কর গুপ্তকে আলোচনায় বসতে হবে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। এই সময়সীমা পেরোনের আগেই অসুস্থ হয়ে পড়লেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত।

উপাচার্যের পরিবারের তরফে জানানো হয়েছে, শনিবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর। সকালে তাঁর রক্তচাপের মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। এই মূহূর্তে ভাস্করের রক্তচাপ ১৭০-৯০ এর মধ্যে রয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কাও দেখছেন চিকিৎসকেরা। ওষুধে কোনও কাজ না হওয়ায় শেষমেশ তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভাস্করের চিকিৎসক অরিন্দম বিশ্বাসের কথায়, ‘‘ওঁর রক্তচাপ ওঠানামা করছে। ওষুধ দিয়েও তা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। যে হেতু বছর কয়েক আগে এক বার ওঁর সেরিব্রাল অ্যাটাক হয়ে গিয়েছে, তাই আমরা দ্রুত তাঁকে ভর্তি করে নিয়েছি।’’

Advertisement

অন্য দিকে, মঙ্গলবার রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন পড়ুয়ারা। বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে উপাচার্যকে। তবে বুধবারও বিশ্ববিদ্যালয়ে আসছেন না উপাচার্য! বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খল পরিস্থিতির পরে শনিবার রাতে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ভাস্কর। সেখানে তাঁকে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়তে হয়। উপাচার্যের পরনের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই থেকেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার ভাস্কর বলেন, ‘‘এই মুহূর্তে আমার শারীরিক অবস্থা ভাল নয়। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। তাই ডাক্তার পরামর্শ দিলেই আমি পুনরায় বিশ্ববিদ্যালয়ে যাব।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ