কলকাতায় দুঃসাহসিক ডাকাতি! মালিকের মাথায় বন্দুক ঠেকিয়ে ১৫ লাখ টাকা লুট!
বিশেষ প্রতিনিধি : কলকাতার বড়বাজারে দুঃসাহসিক ডাকাতি! অভিযোগ, বড়বাজারের এক বেসরকারি সংস্থার অফিসে ঢুকে মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলে প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে পালায়। এই ঘটনায় ইতিমধ্যে মধ্য কলকাতার বড়বাজার থানায় ডাকাতির অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, বড়বাজারের সিনাগগ স্ট্রিটের একটি বহুতলের পাঁচতলায় ডাকাতি হয়েছে। এখানেই বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। সন্ধ্যায় সব অফিসে লোকজন ছিল না। সেইসময় তিন যুবক ওই অফিসের সামনে আসে। বড়বাজার থানা ও লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন যে, তিন ডাকাতের মধ্যে দু’জনের মাথায় ছিল সাদা টুপি ও একজনের লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যায়। এর পর ঢোকে অন্য দু’জন। মিনিট দশেক পর তিনজনকেই হাতে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়।
পুলিশের কাছে ব্যবসায়ীর অভিযোগ, তিনজন কাজের নাম করে ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। তাঁর মাথায় রিভলভার ঠেকায় ডাকাতরা। তাঁর পাশেই রাখা ছিল টাকার ব্যাগ। সেটি লুট করতে বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয়। এর পর তাঁর হাত-পা বেঁধে ফেলে ডাকাতরা। ১৫ লক্ষ টাকা ভর্তি ব্যাগ লুট করে পালায় তারা। এর পিছনে বিহারের ডাকাতরা রয়েছে, এমন সন্দেহ পুলিশের।