কলকাতা 

বিধায়ক আবাস থেকে হুমায়ূন কবিরের আইফোন উদ্ধার!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা চত্বরে আইফোন খুইয়েছেন  তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পরে অবশ্য সেই ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পার্ক স্ট্রিট থানার পুলিশ সেই ফোন উদ্ধার করে এমএলএ হস্টেলে বিধায়কের ঘর থেকেই।মঙ্গলবার বেলায় বাজেট অধিবেশনে যোগ দিতে বিধানসভায় যান ভারত তৃণমূল বিধায়ক হুমায়ুন। বিধানসভার লবিতে নিজের আইফোনটি ফেলে যান বলে দাবি করেন তিনি। হুমায়ুনের কথায়, “পাঁচ মিনিট পরে লবিতে নিজের আসনে ফিরে ফোনটি দেখতে পাইনি।” বিধানসভার মার্শালকে বিষয়টি জানান হুমায়ুন। বিধায়কের ফোন খুঁজতে বিধানসভায় যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশও।

হুমায়ুনের দাবি অনুযায়ী, বিধানসভার লবিতে হাজিরা খাতায় স্বাক্ষর করার পর দলীয় সতীর্থ তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সঙ্গে কথা বলছিলেন তিনি। অধিবেশন শুরুর ‘বেল’ পড়ার পর তিনি মূল কক্ষের দিকে এগোন। তখন আর একটি মোবাইলে কথা বলছিলেন হুমায়ুন। আর আইফোনটি ফেলে যান বিধানসভার লবিতে নিজের আসনে। পাঁচ মিনিট পরে সেখানে ফিরে এসে ফোনটি দেখতে পাননি তিনি।

Advertisement

হুমায়ুন বলেছিলেন, “আমি গাড়ি থেকে ঠিক ১০টা ৪০ মিনিটে নামি। লবিতে ঢুকে হাজিরা খাতায় সই করি ১০টা ৪২ নাগাদ। তার পর আমাদের জেলার বিধায়ক জাকিরদার সঙ্গে কথা বলছিলাম। তার পরে বেল পড়ল। ভিতরে গেলাম।” নিজের হাতে থাকা একটি ফোন দেখিয়ে হুমায়ুন আরও বলেন, “এটা হাতে ধরা ছিল। ফোন এসেছিল। কথা বলছিলাম। আর ওই ফোনটা আসনেই ফেলে গিয়েছিলাম। পাঁচ মিনিটের মধ্যেই ফিরে আসি। ফোন পাইনি। মার্শাল সাহেবকে জানিয়েছি। হেয়ার স্ট্রিট থানার পুলিশ দেখছে।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ