কলকাতা 

বুধবার বিকেল সাড়ে পাঁচটায় প্রেসিডেন্সি জেল থেকে ১৪ মাস পর বেরিয়ে এলেন, জ্যোতিপ্রিয় মল্লিক! কোথায় গেলেন মমতার বালু?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জেল থেকে বেরিয়ে এলেন খানিকটা বীরের মতোই বলা যেতে পারে বালু। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক। ১৪ মাস পর প্রেসিডেন্সি জেল থেকে বিকেল সাড়ে পাঁচটায় বেরিয়ে এলেন। মেয়ের হাত ধরে প্রকাশ্যে।। অপেক্ষা মান সাংবাদিকদের কাছে কোন মন্তব্য তিনি করলেন না গাড়িতে উঠলেন বাড়ি চলে গেলেন।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী জামিন পাওয়ার খবর পেয়েই প্রেসিডেন্সি জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন তাঁর অনুগামীরা। এসেছিলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকও। জামিনের আইনি প্রক্রিয়া মিটিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জেল থেকে বের হন বালু। পরনে সবুজ পাঞ্জাবা, সাদা পাজামা ও মাথায় কালো টুপি। আদালতের নির্দেশ মোতাবেক জেলের বাইরে কারোর সঙ্গে কথা বলেননি জ্যোতিপ্রিয়। নিজের আইনজীবী ও মেয়ের সঙ্গে বাড়ির পথে রওনা দেন।

Advertisement

সল্টলেকে বালুর বাড়ির বাইরেও অনুগামীরা ভিড় জমিয়েছিলেন। তাঁদের হাতে ছিল মালা। তবে বাড়ির সামনে নেমেও কারোর সঙ্গে কথা বলেননি। সোজা বাড়িতে ঢুকে যান। উল্লেখ্য, রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছেন। একা জ্যোতিপ্রিয়ই ছিলেন জেলে। আদালতে বালুর আইনজীবী বাকিবুর-শঙ্করের জামিনকে হাতিয়ার করে তাঁর মক্কেলের মুক্তির পক্ষে সওয়াল করেছেন। আজ জামিন পেলেন জ্যোতিপ্রিয়।

তবে এই জামিন শর্তসাপেক্ষ। জেলমুক্তির পরও কয়েকটি বিষয় তাঁকে মেনে চলতে হবে।তদন্তকারী আধিকারিকদের সহযোগিতা করতে হবে।বিচারপ্রক্রিয়ায় নিয়মিত উপস্থিত থাকতে হবে।সাক্ষীদের প্রভাবিত করা চলবে না।পাসপোর্ট-ভিসা জমা রাখতে হবে।আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ