গ্রেফতার মাওবাদী শীর্ষ নেতা প্রভাকর! ছত্রিশগড় পুলিশের বড় সাফল্য
বাংলার জনরব ডেস্ক : ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলায় গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। বস্তার জেলার আইজি (ইনস্পেক্টর জেনারেল) সুন্দররাজ পি জানিয়েছেন, ধৃতের নাম প্রভাকর রাও ওরফে বালুমরি নারায়ণ রাও। সিপিআই (মাওবাদী)-র দণ্ডকারণ্য স্পেশাল জ়োনাল কমিটির সদস্য ৫৭ বছরের প্রভাকর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদের তথ্য, অস্ত্রশস্ত্র, জিনিসপত্র জোগানের বিষয়টি দেখতেন তিনি। শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ।
আইজি সুন্দররাজ জানিয়েছেন, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের বস্তার ব্যুরোর সদস্য প্রভাকরের গতিবিধি নিয়ে বিভিন্ন তথ্য এসেছিল পুলিশের হাতে। রবিবার অন্তগড় থানার অধীন এলাকায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। প্রভাকরকে এখন জেরা করা হচ্ছে। তাঁর গ্রেফতারিকে বড় সাফল্য হিসাবে দেখছে পুলিশ। মনে করছে, এর ফলে বস্তার জেলায় মাওবাদী সক্রিয়তা কমতে পারে।
পুলিশের তরফে জানানো হয়েছে, প্রভাকর আদতে তেলঙ্গানার বীরপুর গ্রামের বাসিন্দা। ১৯৮৪ সালে সিপিআই (মাওবাদী)-এ যোগ দেন তিনি। গত ৪০ বছর ধরে দলের হয়ে কাজ করছেন তিনি।