অন্যান্য কলকাতা 

বামেদের পর এবার কী নবীন ও প্রবীণ দ্বন্দ্বের আঁচ তৃণমূল কংগ্রেসেও জল্পনা রাজনৈতিক মহলে

শেয়ার করুন

অর্পণ বন্দ্যোপাধ্যায় :  পক্ককেশ বিতর্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে বামপন্থীদের, সিপিএমের অন্দরমহলে নবীন প্রজন্মের অভাব রাজনৈতিকভাবে যে তার কতটা ক্ষতিসাধন করেছে সেটা বলার অপেক্ষা রাখে না। বর্তমানেও দক্ষিণ 24 পরগনার সিপিএমের জেলা সম্মেলনে এই বিতর্ক পরিলক্ষিত হচ্ছে এক তরুণ নেতাকে জেলা সম্পাদক মন্ডলীতে নেওয়াকে কেন্দ্র করে দানা বেধেছে বিতর্ক, যার জেরে প্রায় ১৮ জন পার্টির হোলটাইমার কর্মী কমিটি পরিত্যাগ করেছেন। সিপিএমের ভেতর নবীন ও প্রবীণ দ্বন্দ্ব যে বর্তমানে ও যথেষ্ট পরিমাণে জোরদার তা এই ঘটনা থেকেই যথেষ্ট ভাবে সুস্পষ্ট! দক্ষিণ ২৪ পরগনার পরিচিত নেতা সুজন চক্রবর্তী স্ত্রী মিলি চক্রবর্তীও দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটি পরিত্যাগ করেছেন এই নবীন প্রবীণ বিতর্কের জেরে।

কিন্তু বর্তমানে রাজ্য রাজনীতিতে শাসকদলের অন্দরেও দেখা যাচ্ছে, নবীন প্রবীন দ্বন্দ্বের প্রভাব, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ-মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়ে আবার কখনো বা মমতা বন্দ্যোপাধ্যায়ই দলের প্রধান কান্ডারী এই নিয়ে বারবারই প্রকাশ্যে আসছে নবীন প্রবীণের দ্বন্দ্ব। বর্তমানে শিক্ষক সেল এর নেতা মনি শংকর মণ্ডলকে বহিষ্কার করার মধ্য দিয়ে রাজ্য রাজনীতিতে এই দ্বন্দ্ব আরও প্রকাশ পেয়েছে। বহিষ্কৃত নেতা দাবি করেছেন যে তৃণমূল দলের ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অনেকেই ভালো চোখে দেখছেন না, তাই তার জয়যাত্রাকে আটকানো লক্ষ্যেই তৃণমূলের ভেতর নবীনদের বারংবার শাস্তির মুখে পড়তে হচ্ছে, দলের দলের আইটি সেল এর নেতা দেবাংশু ভট্টাচার্য ফেসবুক পেজে বক্তব্য এই বিতর্ককে আরও বাড়িয়ে দিয়েছে। দলের অন্যতম নেতা কুনাল ঘোষ অবশ্য তৃণমূল কংগ্রেসের শেষ কথা হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের মতামতকে গুরুত্ব দিতে চেয়েছেন এবং তার মতে তৃণমূল কংগ্রেসে কোনরকম নবীন প্রবীণ দ্বন্দ্ব মেনে নেওয়া হবে না। বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এই বিতর্ককে অবশ্য তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে রচিত নাটকের আখ্যায় আখ্যায়িত করেছেন।

Advertisement

বহুদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর নবীন ও প্রবীণদ্বন্দ্ব ঘুচিয়ে প্রবীনদের মান্যতা দিয়ে নবীনের জয় গানের কথা বললেও যুগের তালে ও সময়ের নিরিখে রাজ্য রাজনীতিতে তুই ভিন্ন মতাদর্শী ও একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও নবীন ও প্রবীণ দ্বন্দ্বের সমস্যায় সিপিএম ও তৃণমূল কংগ্রেস যা রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চার বিষয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ