কলকাতা 

শিক্ষা বর্ষের শেষ দিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে বেস আন-নূর জোড়াসাঁকো ক্যাম্পাসে খেলাধুলার আয়োজন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : খেলা হল শিক্ষার অঙ্গ। খেলাধুলা করলে মন ও শরীর দুটোই ভালো থাকে। ছাত্র-ছাত্রীদের জীবনে খেলাধুলার প্রয়োজন অনস্বীকার্য। এই কথা মাথায় রেখে বেস আন নূর মডেল স্কুলের জোড়াসাঁকো ক্যাম্পাসে আজ রবিবার শিক্ষাবর্ষের শেষ দিনটিতে বেশ কয়েকটি বিভাগের খেলাধুলার আয়োজন করা হয়েছিল। অংশগ্রহণ করেছিল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন শিক্ষকেরা এবং কর্তৃপক্ষও।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ৮টি গ্রুপে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং ক্যারাটে পুরস্কার ও বেল্ট বিতরণের মধ্য দিয়ে দিনটি আরো উৎসবমুখর হয়ে উঠল।

Advertisement

এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্পাদক খাদেমুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাসনাউল আলম এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা।

আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে দিনটি কাটাতে পেরে সকলেই খুবই তৃপ্ত। এ ধরনের কার্যক্রমে ছাত্র ও শিক্ষকদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত দৃঢ় হয় এবং সহজ সরল হয় বলে জানান বিদ্যালয়ের সম্পাদক খাদেমুল ইসলাম। বিদ্যালয়ের প্রতিটি শাখায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে খেলাধুলা ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান আরো গুরুত্ব দিয়ে করা হবে বলে তিনি জানান। বিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বড়দিন ও নতুন বছরেরও আগাম শুভেচ্ছা জানানো হয় সকলকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ