কলকাতা 

“বিনীত গোয়েল, ডিসিডিডি স্পেশ্যাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে” দাবি আর জি করের মূল অভিযুক্ত সঞ্জয় রাইয়ের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : শুনানির প্রথম দিনেই আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় চিৎকার করে বললেন আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই, বিনীত গোয়েল আমাকে ষড়যন্ত্র করে সাজিস করে ফাঁসিয়েছে। সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ করলেন আর জি করের ঘটনার মূল অভিযুক্ত। আর এ নিয়ে এদিন বিকেল থেকে পশ্চিমবাংলার রাজনীতিতে নতুন করে ঝড় উঠতে চলেছে। সঞ্জয় রাইয়ের কথায়,‘‘বিনীত গোয়েল আমাকে সাজিশ (ষড়যন্ত্র) করে ফাঁসিয়েছে!’’

সোমবার শিয়ালদহ আদালতে নির্যাতিতার বাবা হাজির ছিলেন। আর ছিলেন নির্যাতিতার এক প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়ও, যিনি নিজেকে ‘কাকু’ বলে পরিচয় দিয়েছিলেন। অনুমান, তাঁদের সাক্ষ্য নেওয়া হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে সেই প্রক্রিয়া চলে। বিকেল ৫টার একটু পরে আদালত থেকে সকলকে বেরোতে দেখা যায়। যে হেতু আরজি কর মামলায় ‘ইন ক্যামের’ বিচার শুরু হয়েছে, সেই কারণে সকলেই মুখে কুলুপ এঁটে ছিলেন। ব্যতিক্রম ধৃত সিভিক ভলান্টিয়ার!

Advertisement

আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। গত সপ্তাহে আরজি করে ধর্ষণ-খুনের মামলায় চার্জ গঠনের পর শিয়ালদহ আদালত থেকে প্রিজ়ন ভ্যানে করে ঠিক যে ভাবে চিৎকার করতে দেখা গিয়েছিল, সোমবারও ঠিক একই রকম ভাবে চিৎকারে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ধৃত। প্রিজ়ন ভ্যানের জানলার কাছে মুখ এনে তাঁর দাবি, ‘‘আমাকে কোনও কথা বলতে দেয়নি। বড় বড় অফিসার সব! আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল, ডিসিডিডি স্পেশ্যাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। আমাদের সরকারও ওদের সমর্থন করেছে।’’

গত সোমবারও শিয়ালদহ আদালত থেকে বেরোনো সময় নিজেকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন ধৃত সিভিক ভলান্টিয়ার। বলেছিলেন, ‘‘আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে।’’ সরকার ও ‘ডিপার্টমেন্ট’ তাঁকে ভয় দেখাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি। ধৃত বলেছিলেন, ‘‘আমি রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম যে আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে সেখানেও যেতে দিল না। সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমাকে ভয় দেখাচ্ছে যে তুমি কিছু বলবে না। ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে। আমি পুরোপুরি নির্দোষ।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ