দেশ 

মন্দির সংলগ্ন বাজির গুদামে আচমকা আগুন,কেরলে মধ্যরাতের দুর্ঘটনায় আহত ১৫০-রও বেশি, আশঙ্কাজনক ৮

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কেরলের নীলেশ্বরমের কাছে বাজির গুদামে আগুন লেগে আহত হয়েছেন শতাধিক মানুষ। প্রাথমিক ভাবে খবর, ১৫০ জনেরও বেশি মানুষ জখম হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত আট জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাতে নীলশ্বরমের কাছে একটি মন্দিরে অনুষ্ঠান চলছিল।  বেশি রাতের দিকে মন্দির সংলগ্ন একটি বাজির গুদামে আচমকা আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নেভানোর কাজ শুরু হয়। জেলাশাসক, পুলিশ সুপারও রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং আট জনের অবস্থা আশঙ্কাজনক। যদিও প্রত্যেকে অগ্নিদগ্ধ কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পিটিআইয়ের সমাজমাধ্যম হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, অনুষ্ঠান প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ হয় বাজির গুদামে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অনেকটা এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এর পরই ভিড়ের মধ্যে হইচই শুরু হয়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষ জন।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ