দিগন্ত সংবাদ পত্রিকার বিজয়া সম্মিলনের মনোজ্ঞ অনুষ্ঠান
শেখ সিরাজ :- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৭ অক্টোবর রবিবার, বারুইপাড়ার বোড়াই সিংহবাড়ির বিশিষ্ট অভিনেতা শ্যামাপদ আদকের গৃহ প্রাঙ্গণে সিঙ্গুর থেকে প্রকাশিত *দিগন্ত সংবাদ* পত্রিকার উদ্যোগে এক ঝাঁক কবি গল্পকার, সাহিত্যিক,সাংবাদিক সহ বিশিষ্ট বুদ্ধিজীবী মানুষদের সমাগমে বিজয়া সম্মিলনের এক মনোজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল। শিশু শিল্পী অদ্রিজা আদকের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিঙ্গুর বই মেলার যুগ্মসম্পাদক জগন্নাথ বন্দোপাধ্যায়,জনপ্রিয় সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও পত্রিকার মুখ্য উপদেষ্টা সন্দীপ কুমার সিনহা, অধ্যাপিকা ও গল্পকার শ্রুতি সামন্ত, দীপক কুমার চক্রবর্তী,অনিল মালিক সহ আরও অনেকে।
কবিতা,আবৃত্তি,সঙ্গীত ইত্যাদি ও বক্তৃতায় মনোজ্ঞ এদিনের অনুষ্ঠানটি ভরপুর হয়ে ওঠে। স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি করেন মিঠু মিতা ভট্টাচার্য,সুবিমল সোম,শেখ সিরাজ,তারাপদ ধল,নব্যেন্দু পান,গোপাল দাস,অনিমেষ ভট্টাচার্য প্রমুখ। সুন্দর ও সুললিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন মুরারী মোহন দাস, তুহিনা দে,সন্দীপ কুমার সিংহ প্রমুখ। পত্রিকা সম্পাদক অমর নাথ দাস, জগন্নাথ বন্দোপাধ্যায়,সন্দীপ কুমার সিংহ,শ্যামাপদ আদকরা বলেন দিগন্ত সংবাদ শারদীয়া সংখ্যার কবিতা, গল্প,প্রবন্ধ সংখ্যাটি সমৃদ্ধ হয়ে উঠেছে। এবং এই পত্রিকার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবিমল সোম।