জেলা 

মুর্শিদাবাদের ফের শুট আউট! বুধবার সকালে বহরমপুরে খুন তৃণমূল কর্মী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদের তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চলছে। কেন এই আক্রমণ তা এখনো পরিষ্কার নয়। তবে মনে করা হচ্ছে তৃণমূলের এই সব নেতা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন তার ফলেই সাধারণ মানুষের সমর্থন না পাওয়ার কারণে তাদের এই পরিস্থিতি হয়ে চলেছে। তা বলে খুন। গত সোমবার রাতে মুর্শিদাবাদের সালারে বোমাবাজিতে আক্রান্ত হয়েছিল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মী ওই দিনই রানীনগরে বোমা বিস্ফোরণে মারা যান এক তৃণমূল কর্মী। এ দুটি ঘটনাতেই আক্রান্ত হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আর আজ বুধবার ভোরে বহরমপুরে তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল।।

বহরমপুরের রাধার ঘাট ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা প্রদীপ দত্ত এদিন ভোরে হাঁটতে বেরিয়েছিলেন। অভিযোগ সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পর পর সাতবার গুলি চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

Advertisement

প্রদীপ একজন তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। যদিও পেশায় তিনি ব্যবসায়ী বলে জানা গেছে। তবে কে বা কারা তাঁকে খুন করল সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পায়নি পুলিশ। অনুমান ব্যক্তিগত কোনও শত্রুতার কারণেই তাঁকে খুন করা হতে পারে। যদিও এলাকাবাসীরা রাজনৈতিক কারণ উড়িয়ে দিচ্ছেন না।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, ভোরবেলা হেঁটে বাড়ি ফেরার সময় প্রদীপকে কয়েকজন মিলে পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রদীপের রক্তাক্ত দেহ উদ্ধার করে। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার কাজ ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ