আন্তর্জাতিক 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে! চাপে পশ্চিমা দেশগুলি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠক ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। আমেরিকা যখন ইসরাইলের পাশে দাঁড়িয়ে তাকে সব রকম সাহায্য দিচ্ছে ঠিক সেই সময় ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাশিয়া এই মুহূর্তে পরমাণু শক্তিধর দেশ অন্যদিকে ইরান পরমাণু শক্তির পরীক্ষা করেছে বলে গোপন সূত্রে খবর বেরিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরানের সঙ্গে রাশিয়ার গতকালের বৈঠক ঘিরে চাপের মুখে পড়েছে পশ্চিমাদেশগুলি।

তুর্কমেনিস্তানের রাজধানী আশকাবাদে গতকাল (শুক্রবার) এক আঞ্চলিক সম্মেলনের অবকাশে এ দুই প্রেসিডেন্ট সাক্ষাতে মিলিত হন। ‘সময় এবং সভ্যতার মধ্যে পারস্পরিক সম্পর্ক- শান্তি ও উন্নয়নের ভিত্তি’ শীর্ষক ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পুতিন বলেছেন, দেশগুলো পাশ্চাত্যের মোকাবেলায় নতুন বিশ্ব-ব্যবস্থা গড়ে তুলতে চায়।

Advertisement

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই সাক্ষাতে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক আন্তরিক ও কৌশলগত। অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে বলে পেজেশকিয়ান মন্তব্য করেন। রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সর্বাত্মক অংশীদারিত্বের খসড়া চুক্তি চলতি অক্টোবর মাসের ২২ তারিখে রাশিয়ায় ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনে চূড়ান্ত করা হবে বলেও ডক্টর পেজেশকিয়ান আশা প্রকাশ করেছেন।

লেবানন ও ফিলিস্তিনি প্রসঙ্গে তিনি বলেছেন, ইসরাইল কোনো আন্তর্জাতিক আইন ও মানবিক রীতি-নীতি মেনে চলছে না এবং এ অঞ্চলের পরিস্থিতি সংকটময়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ