চলে গেলেন কিংবদন্তি শিল্পপতি রতন টাটা
বিশেষ প্রতিনিধি : চলে গেলেন ভারতের অন্যতম কিংবদন্তি এবং বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। বার্ধক্য জনিত রোগে তিনি দীর্ঘদিন ভুগছিলেন। তাঁকে গত রবিবার মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল যদিও রতন টাটা নিজে সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি সুস্থ আছেন চেকআপের জন্য সাময়িকভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু বুধবার রাতেই সব শেষ হয়ে গেল চলে গেল ভারতের অন্যতম সফল শিল্পপতি রতন টাটা। মহান এই শিল্পপতি ভারতীয় ম্যানুফ্যাকচার বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে স্থাপন করেছিলেন এবং আন্তর্জাতিক স্তরে যথেষ্ট গুরুত্ব পেয়েছিলেন। রতন টাটা চলে যাওয়ার মধ্য দিয়ে ভারতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের শেষ হলো বলে মনে করা হচ্ছে।
অত্যন্ত সৎ ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পরেও কর্মীদের প্রতি ছিলেন নিষ্ঠাবান। টাটা কোম্পানির কর্মচারীদের জন্য তিনি নানারকম সুযোগ-সুবিধা প্রদান করেছিলেন একইসঙ্গে কর্মচারীদের ছেলেমেয়ের পড়াশোনার জন্য প্রায় অধিকাংশ জায়গাতেই তিনি ক্যাম্পাস তৈরি করেছিলেন। যা এক কথায় অন্যান্য শিল্পপতিদের কাছে শিক্ষণীয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
এই মহান শিল্পপতির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী।