অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে আর জি কর কান্ডে প্রতিক্রিয়া রাহুলের
বিশেষ প্রতিনিধি : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার পড়ুয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার ঘটনায় এবার সরব হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ বুধবার ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনার তীব্র সমালোচনা করে, মমতা সরকারের প্রশাসনকে কাঠগড়ায় তুললেন। একইসঙ্গে নারীর নিরাপত্তা ও রাজ্যের শিক্ষা ও হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলে দিলেন। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য রাহুল গান্ধীর ইমেজকে বৃদ্ধি করলেও সংঘাত যে বৃদ্ধি করবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও সরাসরি মমতা সরকারকে আক্রমণ করে কংগ্রেসের পক্ষ থেকে এই প্রথম বিবৃতি দিল রাহুল গান্ধী। এর আগে প্রিয়াঙ্কা গান্ধী আরজি কর কাণ্ডের নিন্দা করলেও মমতা প্রশাসনকে সেভাবে কাঠগড়ায় তোলেন নি। বুধবার রাহুল গান্ধীর যে মন্তব্য করলেন তাতে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে ক্ষুব্ধ সে নিয়ে কোন সন্দেহ নেই।
রাহুল এক এক্সবার্তায় এরকম একটি নৃশংস ঘটনাকে যেভাবে দেখা হয়েছে তার কড়া সমালোচনা করেন। রাজ্যের চিকিৎসা কেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। রাহুল লিখেছেন, কলকাতায় জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের বিভৎস ঘটনায় পুরো দেশ থমকে গিয়েছে। ওনার সঙ্গে ঘটা নৃশংস ও অভাবনীয় একটির পর একটি কাজের বর্ণনা যেভাবে পরতে পরতে আমাদের সামনে আসছে, যাতে ডাক্তার সমাজ ও মহিলাদের মধ্যে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে।
নির্যাতিতার প্রতি সুবিচার করার জায়গায় অভিযুক্তকে বাঁচানোর যে চেষ্টা হাসপাতাল ও স্থানীয় প্রশাসন করেছে তাতে গম্ভীর প্রশ্ন উঠে আসছে। এই ঘটনা ভাবিয়ে তুলতে বাধ্য করছে যে, যেখানে মেডিক্যাল কলেজের মতো জায়গায় ডাক্তাররা নিরাপদ নন, সেখানে কী ভরসায় অভিভাবকরা নিজেদের মেয়েকে লেখাপড়া শেখাতে বাইরে পাঠাবেন? নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন তৈরি হয়েছিল। তারপরেও এই ধরনের ঘটনা ঠেকাতে কেন ব্যর্থ আমরা, প্রশ্ন তোলেন তিনি।
রাহুল আরও লিখেছেন, হাথরস থেকে উন্নাও কিংবা কলকাতা পর্যন্ত মহিলাদের বিরুদ্ধে লাগাতারভাবে নির্যাতনের ঘটনা বাড়ছে। এই নির্যাতন রুখতে সর্বদলমত নির্বিশেষে গভীর আলোচনা করে উপায় বের করার উপর জোর দেন তিনি। এই অসহনীয় কষ্টে পীড়িতার পরিবারের সঙ্গে আছি আমি, একথা জানিয়ে রাহুল বলেন, যেভাবেই ওনার প্রতি সুবিচার হোক। এবং দোষীদের এমন শাস্তি হোক যাতে সমাজে এক নজির সৃষ্টি হয়ে থাকে।
রাহুল গান্ধীর এই প্রতিক্রিয়া সামনে আসায় খানিকটা বিব্রত তৃণমূল কংগ্রেস। কারণ ইন্ডিয়া জোটের প্রধান শরিকের কাছ থেকে এই ধরনের প্রতিক্রিয়া আসবে এটা ভাবতেও পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে রাহুল গান্ধী বলেছেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন মমতা সরকার তাতে এটা স্পষ্ট যে সংঘাত শুরু হতে চলেছে। তাহলে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দিকে ঝুকবেন?