কলকাতা 

আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের জেলায় জেলায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, রোগী পরিষেবা ব্যাহত!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক ; আর জি কর মেডিকেল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে একুশটি হাসপাতালে কর্মবিরতি চলছে। এর মধ্যে কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল তো রয়েইছে, পাশাপাশি জেলায় জেলায় মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালগুলিতেও কর্মবিরতি পালন করছেন চিকিৎসকেরা। যার প্রভাব পড়েছে সার্বিক চিকিৎসা পরিষেবায়। বহির্বিভাগের চিকিৎসা বিপর্যস্ত হয়েছে অধিকাংশ সরকারি হাসপাতালে।

জরুরি বিভাগেও চিকিৎসকের অভাবে ব্যাহত হচ্ছে পরিষেবা। এর মধ্যে কিছু হাসপাতালে মঙ্গলবার সকালে স্বাভাবিক পরিষেবা শুরু হলেও জুনিয়র ডাক্তারদের চাপে তা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। হাসপাতালে পৌঁছে আতান্তরে পড়েন রোগী এবং তাঁদের পরিবার। তবে কিছু কিছু হাসপাতালে রোগীদের সমস্যার কথা মাথায় রেখে কর্মবিরতিতে রাশ টানা হয়েছে। এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করার পরে আবার স্বাভাবিক হয়েছে পরিষেবা।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ